ব্রিটবাংলা রিপোর্ট : ফিন্সবারী পার্কে সন্ত্রাসী হামলায় নিহত মকরম আলী হামলার সময় জীবিত ছিলেন বলে ইনকোয়েস্টের শুনানিতে জানা গেছে।
গত ১৯ জুন, তারাবীহ নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে ফিন্সবারি পার্ক মসজিদ থেকে বের হয়েছিলেন হ্যারিংগে নিবাসী ৫১ বছর বয়সী মকরম আলী। ফিন্সবারী পার্কের মসজিদের সামনেই তিনি হামলাকারীর ভ্যানে পিষ্ট হয়ে প্রাণ হারান।
বৃহস্পতিবার সেন্ট প্যানক্রস কর্ণারের কোর্টে আইনী তদন্তের শুনানিতে জানা যায় ঘটনার ঠিক আগের মুহূর্তে তিনি শারীরিক ভাবে দুর্বল ছিলেন।
এদিকে মরহুম মকরম আলী হিরন মিয়ার জানাযার নামায শুক্রবার ৩০জুন বাদ জুম্মা ইষ্টলন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
নিহত মকরম আলীর ভাতিজা লায়েক মিয়া স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিস্ট অন্যান্য সংবাদ :
Finsbury Park attack: Darren Osborne in court : ফিন্সবারি পার্ক মসজিদে হামলাকারী আদালতে
Finsbury park Mosque Attack : ফিন্সবীরি পার্ক হামলায় ১ জন নিহত : ১০ জন আহত
Tributes have been paid to Makram Ali : নির্ভেজাল জীবন যাপন ছিল নিহত বাঙালী বৃদ্ধের
ওই হামলায় হত্যা আর হত্যার চেষ্টার অভিযোগে এরইমধ্যে আদালতে হাজিরা দিয়েছে কার্ডিফ থেকে আসা হামলাকারী ৪৭ বছর বয়সী ড্যারেন ওসবর্ন। নিহত মকরম আলী এবং ঘটনাস্থলে ওই সময় উপস্থিত আরো কয়েকজনকে হত্যার চেষ্টার অভিযোগে মঙ্গলবার ওল্ড বেইলী আদালতে হাজিরা দিয়েছে সে। হামলায় আহত হয়েছেন নয় জন।
মেট্রোপলিটন পুলিশের ডিটেক্টিভ ইন্সপেক্টর এডউইন হল আদালতকে জানান, এই ঘটনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা হিসেবে ধরা হচ্ছে।
মরদেহের ময়না তদন্তে দেখা যায়, বাঙালি বৃদ্ধ মকরম আলীর মৃত্যু একাধিক আঘাতের কারণে ঘটেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মসজিদ থেকে বেরিয়ে পায়ের দুর্বলতার কারণে তিনি পথে বসে পড়েছিলেন এবং বাড়ি ফিরে আসার অপেক্ষা করছিলেন, আর ঠিক সেই মুহুর্তেই হামলাটি করা হয়।
স্বজনরা জানান, মরহুম আলী শান্ত স্বভাবের সজ্জন মানুষ ছিলেন। সারাটা জীবন কেটেছে শত্রুহীন। স্থানীয় মসজিদে নিয়মিত জামাতে নামাজ পড়তেন। বাংলাদেশ থেকে এসেছিলেন ১০ বছর বয়সে। মুত্যুকালে তিনি স্ত্রী ,৪ মেয়ে,২ ছেলে ভাতিজা ভাতিজি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ফৌজদারী মামলা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইনী তদন্ত শুরু ও মূলতবী করেন ইনার নর্থ ম্যারি হ্যাসেলের সিনিয়র কোরোনার।
Makram Ali alive when hit by van
A man who died in a terror attack near a north London mosque was alive when he was hit by a van, an inquest has heard.
Makram Ali, 51, from Haringey, was hit by the vehicle after leaving a prayer meeting at Muslim Welfare House in Finsbury Park on 19 June.
An inquest at St Pancras Coroner’s Court heard that he is believed to have had a “medical episode” shortly before.
Darren Osborne, 47, from Cardiff, has appeared in court charged with murder and attempted murder.
He appeared at the Old Bailey on Tuesday charged with killing Mr Ali and the attempted murder of others at the scene.
Nine other people were injured as a result of the attack.
Detective Inspector Edwin Hall of the Metropolitan Police told the court that the incident was being treated as a terrorist-related murder.
A post-mortem examination found Mr Ali’s death was caused by multiple injuries.
According to his family, Mr Ali had suffered some form of collapse due to a weak leg and was “sitting up and expressing a wish to return home” when the attack happened.
His relatives have previously described him as a “quiet, gentle man” who “spent his whole life without any enemies” and who regularly attended the local mosque.
Mr Ali came to the UK from Bangladesh aged 10 and was married with four daughters, two sons and two grandchildren.
The inquest was opened and adjourned by senior coroner for Inner North London Mary Hassell, until any criminal proceedings have finished. #BBC#