ব্রিটবাংলা ডেস্কঃআগামী ১ ও ২ সেপ্টেম্বর শনি ও রবিবার যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মেডিকেল সোসাইটির ২২তম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
হার্টফোর্ডসাআর কাউন্টির ওয়াটফোর্ড শহরের হিল্টন হোটেলে দুদিন ব্যাপী এই উৎসবে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক চিকিৎসক ও তাদের পরিবারবর্গ অংশ গ্রহণ করবেন।
প্রথম দিনের অনুষ্ঠানে থাকবে উদ্ভোদনী পর্ব ,সাইন্টিফিক সেমিনার , সাহিত্যিক সাংবাদিক সাঈম চৌধুরীর নাটক ”জীবন যখন ফুরিয়ে যায় ”.এতে অভিনয় করবেন সংগঠনের সদস্য চিকিৎসকরা।
এর পর , নৈশ ভোজ ‘ এবং সদস্যদের সাংষ্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে বিশেষ অতিথী থাকবেন বাংলাদেশর মাননীয় হাই কমিশনার জনাব নাজমুল কাউনাইন , বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক গ্রাহাম হিটম্যান, ব্রিটিশ মেডিকেল এসোসিশনের সভাপতি ডাঃ চান্দ নাগপাল সি বি ই এবং বাংলাদেশের অধ্যাপক এ কে আজাদ খান। দ্বিতীয় দিনে সাংগঠনিক সভার পর থাকবে বিশিষ্ট সংগীত শিল্পী সৌমেন অধিকারীর পরিবেশনায় একক সংগীত অনুষ্টান।
Advertisement