ফিন্সবারি পার্ক হামলা : নিহত মকরম আলীর জানাজা সম্পন্ন

আহাদ চৌধুরী বাবু : নর্থ লন্ডনের ফিন্সবারী পার্ক মসজিদের সামনে ভ্যান হামলায় নিহত মকরম আলীর নামাজে জানাজা শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের সদস্য এবং লন্ডন মেয়র সাদিক খানসহ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ জানাজানায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিকভাবে এসেক্সের হেনল্টে গার্ডেন অব পিসে দাফন করা হয়েছে।

গত ১৯ জুন, তারাবীহ নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হয়েছিলেন হ্যারিংগে নিবাসী ৫১ বছর বয়সী মকরম আলী। ফিন্সবারী পার্কের মুসলিম ওয়েল ফেয়ার হাউস মসজিদের সামনেই তাকে ভ্যান চাপা দেয় সন্ত্রাসী।
সেন্ট প্যানক্রস কর্ণারের কোর্টে আইনী তদন্তের শুনানিতে জানা যায় ঘটনার ঠিক আগের মুহূর্তে তিনি শারীরিক ভাবে দুর্বল ছিলেন।
ওই হামলায় হত্যা আর হত্যার চেষ্টার অভিযোগে এরইমধ্যে আদালতে হাজিরা দিয়েছে কার্ডিফ থেকে আসা হামলাকারী ৪৭ বছর বয়সী ড্যারেন ওসবর্ন। নিহত মকরম আলী এবং ঘটনাস্থলে ওই সময় উপস্থিত আরো কয়েকজনকে হত্যার চেষ্টার অভিযোগে মঙ্গলবার ওল্ড বেইলী আদালতে হাজিরা দিয়েছে সে। হামলায় আহত হয়েছেন নয় জন।


মেট্রোপলিটন পুলিশের ডিটেক্টিভ ইন্সপেক্টর এডউইন হল আদালতকে জানান, এই ঘটনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা হিসেবে ধরা হচ্ছে।
মরদেহের ময়না তদন্তে দেখা যায়, মকরম আলীর মৃত্যু একাধিক আঘাতের কারণে ঘটেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মসজিদ থেকে বেরিয়ে পায়ের দুর্বলতার কারণে তিনি পথে বসে পড়েছিলেন এবং বাড়ি ফিরে আসার অপেক্ষা করছিলেন, আর ঠিক সেই মুহুর্তেই হামলাটি করা হয়।

স্বজনরা জানান, মরহুম আলী শান্ত স্বভাবের সজ্জন মানুষ ছিলেন। সারাটা জীবন কেটেছে শত্রুহীন। স্থানীয় মসজিদে নিয়মিত জামাতে নামাজ পড়তেন। বাংলাদেশ থেকে এসেছিলেন ১০ বছর বয়সে। মুত্যুকালে তিনি স্ত্রী ,৪ মেয়ে,২ ছেলে ভাতিজা ভাতিজি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা

ফৌজদারী মামলা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আইনী তদন্ত শুরু ও মূলতবী করেন ইনার নর্থ ম্যারি হ্যাসেলের সিনিয়র কোরোনার।

অন্যান্য সংবাদ ;

Finsbury park Mosque Attack : ফিন্সবীরি পার্ক হামলায় ১ জন নিহত : ১০ জন আহত

Finsbury Park attack: Darren Osborne in court : ফিন্সবারি পার্ক মসজিদে হামলাকারী আদালতে

Makram Ali alive when hit by van : হামলার আগে জীবিত ছিলেন মকরম আলী

 

Advertisement