বাংলাদেশ সেন্টার লন্ডন’র দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রিটবাংলা ডেস্কঃবাংলাদেশ সেন্টার লন্ডন’র দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা ২১ অক্টোবর, রবিবার বিকাল ৫ টায় পূর্ব লন্ডনের এনজাইন ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সেন্টারের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব। সেন্টারের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মিনস্টার(পলিটিক্যাল)

শ্যামল কান্তি চৌধুরী,সেন্টারের ভাইস-চেয়ারম্যান শাহানুর খান, সেন্টারের উপদেষ্টা ডা: হালিমা বেগম আলম, ডা: আলা উদ্দিন,মিস গুলনাহার খান,লন্ডন বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ও কোষাধ্যক্ষ আ স ম মাসুম, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ,ইসবা উদ্দিন, নুরুল ইসলাম মাহবুব, আব্দুস সফিক, আব্দুল আলীম ফজলু, কাউন্সিলার সুহেল আমীন,কাউন্সিলার হালন মিয়া হারুন, ইনামুল হক চৌধুরী,সাংবাদিক শামসুল আলম লিটন, হাবিবুর রহমান ময়না, আমিনুল হক জিলু,এম মাসুদ আহমদ,মাঈজ উদ্দিন। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ সেন্টারের খতিব হাফিজ নাজিম উদ্দিন।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন যথাক্রমে মো: দেলোয়ার হোসেন ও মামুন রশীদ। নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন সেন্টারের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচনী কমিশনার নবাব উদ্দিন।

বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের দু’সদস্য কাউন্সিলার আব্দাল উল্লাহ ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক।

নির্বাচন কমিশন বাংলাদেশ সেন্টার লন্ডন’র ২০১৮-২০২০ এর ম্যানেজমেন্ট কমিটির ২৮টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।

তারা হলেন সেন্টারের স্হায়ী সদস্যদের মধ্যে কবির উদ্দিন, আশরাফ উদ্দিন, মুহিবুর রহমান মুহিব, মানিক মিয়া, ফয়ছল আহমদ, শাহানুর খান, একেএম আব্দুল্লাহ, জবরুল ইসলাম, তারাউল ইসলাম, দিলওয়ার হোসেন, করিম মিয়া, জাকির হোসেন, ইনামুল হক চৌধুরী ও জাহাংগীর খান এবং আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে মিস গুলনাহার খান, মামুন রশীদ, মো: দেলওয়ার হোসেন, মাহবুব আহমদ রাজু, আক্তার আলী, আলী আহমেদ বেবুল, মো: নিজাম উদ্দিন, শওকত মাহমুদ টিপু,মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ শামীম আহমেদ, মিসবাবুল বর লুকু, শিব্বির আহমদ,সাদিক রহমান বকুল ও ফখরুল ইসলাম।


পরে বাংলাদেশ সেন্টার লন্ডন’র ২০১৮-২০২০ এর ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা সেন্টারের স্হায়ী সদস্য মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মো: দেলোয়ার হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন পদ বন্টন করা হয়। ম্যানেজমেন্ট কমিটির নতুন কর্মকর্তারা হলেন ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব,শাহানুর খান, আশরাফ উদ্দিন, কবির উদ্দিন,মোহাম্মদ নিজাম উদ্দিন, মানিক মিয়া, মিস গুলনাহার খান,যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, ফয়ছল আহমদ, তারাউল ইসলাম, চীফ ট্রেজারার মোহাম্মদ মামুন রশীদ, যুগ্ম -ট্রেজারার শিব্বির আহমদ ও আক্তার আলী, নির্বাচিত সদস্যরা হলেন জবরুল ইসলাম,দিলওয়ার হোসেন,জাকির হোসেন,একেএম একেএম আব্দুল্লাহ, করিম মিয়া, ইনামুল হক চৌধুরী, জাহাংগীর খান, আলী আহমেদ বেবুল,শওকত মাহমুদ টিপু, মো: নিজাম উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ, মিসবাবুল বর লুকু, সাদিক রহমান বকুল ও ফখরুল ইসলাম। উপ-কমিটির দায়িত্ব প্রাপ্ত আহবায়করা হলেন মুহিবুর রহমান মুহিব ( বিল্ডিং প্রশাসন), বিল্ডিং প্রশাসন কমিটির সদস্য হচ্ছেন শাহানুর খান, নিজাম উদ্দিন, কবির উদ্দিন, আশরাফ উদ্দিন, মিস গুলনাহার খান, ফিন্যান্স ও ফান্ডরাইজিং আহবায়ক ইনামুল হক চৌধুরী এ কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন , মেম্বারশীপ আহবায়ক জবরুল ইসলাম , শিক্ষা উপ-কমিটির আহবায়ক জাহাংগীর খান, এ কমিটির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন,সাংস্কৃতিক কমিটির আহবায়ক শওকত মাহমুদ টিপু( ), মহিলা বিষয়ক কমিটির আহবায়ক মিস গুলনাহার খান,মিডিয়া কমিটির আহবায়ক আলী আহমেদ বেবুল ,হেলথ কেয়ার ও এল্ডারলি কমিটির আহবায়ক একেএম আব্দুল্লাহ , হেরিটেজ কমিটির আহবায়ক দিলওয়ার হোসেন, এ কমিটির যুগ্ম আহবায়ক করিম মিয়া শামীম ,আইসিটি কমিটির আহবায়ক মোহাম্মদ শামীম আহমেদ, ইয়ুথ কমিটির আহবায়ক সাদিক রহমান বকুল ও এ কমিটির যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম। এছাড়া সভায় নবাব উদ্দিনকে সেন্টারের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সেন্টার লন্ডন যুক্তরাজ্যের বাংগালি কমিউনিটির অন্যতম শীর্ষ স্হানীয় একটি সংগঠন।মুক্তিযুদ্ধকালীন সময়ে ওয়েস্ট লন্ডনের সবচেয়ে দামী এলাকা কেনসিংটন ও চেলসি বারায় বাংলাদেশ সেন্টারের এ ভবনে লন্ডনে সংগঠিত আন্দোলন -সংগ্রামের বিভিন্ন সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।। প্রবাসে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা বাংলাদেশ সেন্টারের ভবন থেকে উত্তোলন করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম এখান থেকে শুরু করা হয়। ঐতিহাসিক এ সেন্টারের সংস্কার কাজের ফলে এই প্রথম সেন্টারের নিজস্ব ভবনের বাইরে সভা অনুষ্ঠিত হয়।

সেন্টারের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, ২০১৪-২০১৬ সালের ম্যানেজমেন্ট কমিটি সেন্টারটি সংস্কারের উদ্যোগ নেয় এবং একটি কনস্ট্রাকশন কোম্পানিকে লীজ প্রদান করে।

সেন্টারের ব্যাপক সংস্কার কাজ ও উন্নয়নের জন্য এ লীজটিকে বর্তমান কমিটি সেন্টারের বিভিন্ন স্বার্থ অক্ষুন্ন রেখে তা সংশোধিত করে নতুন ভাবে অনুমোদন প্রদান করা হয়।

আশা করা হচ্ছে আগামী বছর প্রথম দিকে সেন্টারের সংস্কার কাজ সম্পন হবে।কনস্ট্রাকশন কোম্পানিকে লীজ দেয়ার ফলে সেন্টার ভাড়া বাবদ আগামী ৫ বছর ২০১৯-২০২৩ সাল পর্যন্ত প্রতি বছরে ৬০ হাজার পাউন্ড , ২০২৪-২০২৮ সাল পর্যন্ত প্রতি বছরে ৮৪ হাজার পাউন্ড এবং ২০২৯-২০৩৩ সাল পর্যন্ত প্রতি বছরে ১৪৭ হাজার পাউন্ড আয় করবে।
সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন আরো জানান, ২০১৭-২০১৮ এর ম্যানেজমেন্ট কমিটি দু’বছরে নতুন ২৮ জন স্হায়ী সদস্য, ১৩৫ জন আজীবন সদস্য ও ৯৪ জন সাধারণ সদস্য করেছেন। সদস্য বাবত
সেন্টার এ দু’বছরে আয় করেছে ৪২ হাজার ৯৫ পাউন্ড।

Advertisement