কাজী গাউছুল আজম(৮৫) পিতা মরহুম কাজী সামছুর রাজা ( সাবেক চেয়ারম্যান গজনাইপুর ইউপি)১৮ ই ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ঘঠিকার সময় লুটন হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মরহুমের দেশের বাড়ি, গ্রাম: গজনাইপুর( কাজী বাড়ী) দেওপাড়া, নবিগঞ্জ, হবিগঞ্জ।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল বুধবার বাদ জোহর (১টায়) বেরি পার্ক মসজিদ, ২১-২৭ বেরি পার্ক রোড, লুটন, LU1 1HB.
উনাকে দ্যা ভেইল সিমেট্রি, বাটারফিল্ড গ্রীন রোড, LU2 8DD (By Inspire Sprots Centre)
মরহুমের পরিবাবের পক্ষে তার ভাগিনা সাংবাদিক জিয়া তালুকদার রুহের মাগফেরাত কামনা করে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করেছেন।
Advertisement