যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল

যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এক প্রাতিবাদ সভা সোমবার সন্ধায় পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপলস্থ বি এন পি অফিসে অনুষ্ঠিত হয় ।

যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবুল হোসেনের পরিচালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,যুক্তরাজ্য বি এন পির সভাপতি এম এ মালেক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বি এন পির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ।
সভায় যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন বলেন,৩০ শে ডিশেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোাট ডাকাতির মাধ্যমে বাংলাদেশের জনগনের ভোটাধীকারকে লুন্ঠিত করেছে ,পূনরায় হেরেগেছে গণতন্ত্র,অপশক্তির হাতে ।

আর এই অপশক্তি গ্রাস করছে সমাজের বসবাসরত মানুষগুলোকে তথা গোটা জাতি কে ।এখনই যদি রুখে দাড়ানো না যায় তবে পুরো দেশ বাকশালে পরিনত হতে বেশী সময় নিবে না। তিনি আরো বলেন ,দেশনেত্রী বেগম খালেদাজিয়া এখনও কারাবন্দী ,মানবতা আজ কারাবন্দী, তাই বেগম জিয়ার মুক্তির দাবী জানীয়ে এবং জনগনের ভোটাধীকার পূনরুদ্ধারের লক্ষে ৩ মাসের মধ্যে নিরোপেক্ষো সরকারের অধীনে পূনরায় নির্বাচন দিতে হবে অন্যথায় যুক্তরাজ্য বি এন পি আরো কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে।
প্রতিবাদ সভায় অন্যান্নদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন,
আব্দুল হামীদ চৌধূরী ,মুজিবুর রহমান মুজিব,কামাল উদ্দিন ,আবেদ রাজা ,রহীম উদ্দিন ,এমাদ আহমেদ ,জিয়াউর রহমান জিয়া ,কামাল মিয়া,আব্দুল হক রাজ, ,মুস্তাফিজুর রহমান ,মোহাম্মদ মাসুদুজ্জামান,মো. আসিকুল ইসলাম, কাজি ফয়সল আহমদ, আব্দুর রউফ সহ আরো অনেকেই।

Advertisement