অবশেষে ব্রিটেনে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদন

ব্রিট বাংলা ডেস্ক :: ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদন দিয়েছেন। এক বছর ধরে এ বিষয়টি নিয়ে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন ব্রিটেনের পার্লামেন্ট সদস্যরা। এর ফলে এখন থেকে গর্ভবতী এমপিরা প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন।

ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাস করতে গত ১৫ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্ট ভোট অনুষ্ঠিত হয়। এই ইস্যুতে ভোট দিতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। সেদিন হুইল চেয়ারে করে ভোট দিতে যান তিনি। মূলত তার এই অপারেশন স্থগিতের সিদ্ধান্তে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এর আগে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়ে আলোচনার সময়ে তার ছেলেকে কোলে নেয়া একটি ছবি টুইট করে টিউলিপ লেখেন, রাফায়েলকে (ছেলের নাম) নিয়ে জরুরি একটা সিদ্ধান্ত দেখছি। মাত্র ছয়দিন বয়সে রাফায়েলের নাম হ্যানসার্ডে (ব্রিটিশ পার্লামেন্টে ব্যবহৃত কাগজপত্র) তুলে ধরায় এবং প্রক্সি ভোট চালু হওয়ায় আমি খুবই আনন্দিত।

Advertisement