ক্যাপিটাল কিডস ক্রিকেটের ৩০ বছর পূর্তিতে সংগঠনের সাবেক কোচ, প্রশাসনিক কর্মকর্তা ও ক্রিকেটে অবদান রাখছেন এমন মানুষদের সম্মাননা জানানো হয়েছে। শুক্রবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইন্ডোর সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিকেসি চ্যাম্পিয়ন্স নামের এই অনুষ্ঠানে যোগ দেন, সংগঠনের ট্রাস্টি, এমসিসি, ইসিবি, মিডলসেক্স, সারেসহ বিভিন্ন ক্রিকেট সংগঠনের শীর্ষ কর্মকর্তারা।
ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও শহিদুল আলম রতনের পরিচালনায়- এতে বক্তৃতা করেন সংগঠনের চেয়ারম্যান হেইডেন টার্নার, ট্রাস্টি জন চালিনর, মিডলসেক্স ক্রিকেটের ডাইরেক্টর কেটি ব্যারি ও তাজ একাউন্টের কর্নধার আবুল হায়াত নুরুজ্জামান। অনুষ্ঠানে মোট ২৩জনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ১২জন তরুন খেলোয়ারকে সিকেসি চ্যাম্পিয়ন্স হিসেবে খেলার সরঞ্জামাদী স্পন্সর করা হয়।
Advertisement