সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী, সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল ও ব্রিটবাংলা২৪.কম এর নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবুর মাতা রেজিয়া বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে সিলেট শহরের ইলাশকান্দিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর খাসদবীর মদনী জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে চৌকিদেখিস্থ হযরত নাসির উদ্দিন সিপাহসালারের (রহ.) মাজার সংলগ্ন আদিনা গোরস্তানে তাকে দাফন করা হবে।
এদিকে রেজিয়া চৌধুরীর মৃত্যুতে ব্রিটবাংলা পরিবার শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।