বিদেশে বাংলাদেশী মিশন থেকে স্মার্ট ন্যাশনাল আইডিকার্ড প্রদান এবং ১০ বছর মেয়াদী বাংলাদেশী পাসপোর্ট ইস্যুর দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশী পলিসি ডায়লগ সংক্ষেপে সিবিপিডি। শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের কাছে স্মারকলীপিটি হস্তান্তর করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সলিসিটার সহুল আহমদ, সলিসিটার মোহাম্মদ আবুল কালাম, ব্যারিস্টার তারেক চৌধুরী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ব্যারিস্টার ও সাবেক জজ এনামুল হক, ব্যারিস্টার ও সাবেক জজ চৌধুরী হাফিজুর রহমান। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ উপস্থিত ছিলেন। হাইকমিশনার প্রবাসীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বলেছেন, কমিউনিটি সংগঠনগুলো যদি বেশী করে হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন বরাবরে আবেদন করেন তাহলে দাবীর বাস্তবায়ন আরো সহজতর হবে। তিনি ইতিমধ্যে প্রবাস থেকে স্নার্ট ন্যাশনাল আইডিকার্ড ইস্যুর জন্য নির্বাচন কমিশনের কাছে বার্তা পাঠিয়েছেন বলে জানান। তাছাড়া মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকার প্রসঙ্গ উত্থাপন করেন এবং প্রবাসীদের দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকার অবদান তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের সকল ন্যায্য দাবির প্রতি সরকার সবসময় আন্তরিক।