শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডন মহানগর জাসাস এর আয়েজনে দোয়া ও ইফতার মাহফিল

২৮মে রোজ মঙ্গলবার (২৩ রমজান) “বেতার বাংলা ক্যাফেতে” শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে লন্ডন মহানগর জাসাস ৷

লন্ডন মহানগর জাসাসের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজ্ হাসানের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক প্রফেসর আব্দুল কাদের সালেহ কেন্দ্রীয় মহিলা দলের সহসভানেত্রী সুপর্ণা রায়,যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন,যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল,যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাভেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, যুক্তরাজ্য জাসাসের যুগ্ম-সম্পাদক আব্দুল মোতালেব লিটন,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আলম, অর্থ বিষয়ক সম্পাদিক সাজমিন আক্তার পারুল,যুক্তরাজ্য সেচ্ছসেবক দলের সহঃসভাপতি ডালিয়া লাকুরিয়া, মহিলা দলের নেত্রী সায়েদা নাসিমা, লন্ডন মহানগর জাসাসের সহসভাপতি তানভীর আহমেদ,সোনিয়া তাসনিম, ফেরদৌসী বেগম, বদরুজ্জামান, কাজী রুপন, আশরাফ আলী সানা, সহসাধারণ সম্পাদক মতিউর রহমান, মাসুদুজ্জামান,প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফেরদৌস বিন জামান, মানবাধিকার সম্পাদক কামাল হাসান, সাংস্কৃতিক সম্পাদক সালাহ উদ্দিন সজীব,ক্রীড়া সম্পাদক শাফায়াত ইসলাম শরীফ, সদস্য : শিমুল, রাশেদসহ আরো অনেকে ৷

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) মুক্তিযুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা আলোচনা করেন এবং বন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তার আশু কারামুক্তির দাবি করেন ৷

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয় | দোয়া পরিচালনা করেন পপলার সেন্ট্রাল মসজিদের হাফেজ আব্দুল মালেক ৷

Advertisement