নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তব প্রতিফলন হয়নি – লন্ডনে বললেন ইলিয়াস পত্নী লুনা

ব্রিটবাংলা রিপোর্ট : দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবার আশা ব্যক্ত করেছেন বালাগঞ্জ বিশ্বনাথের নিঁখোজ এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বৃহস্পতিবার দুপুরে লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৮ সালের পার্লামেন্ট নির্বাচনে বিএনপি অংশ নিলে এবং দলীয় নেত্রী মনোনয়ন দিলে তিনি এমপি নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত। তবে সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেছেন লুনা ইলিয়াস।

ব্রিস্টল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে গত কয়েক সপ্তাহ যাবত লন্ডনে অবস্থান করছেন তিনি। পূর্ব লন্ডনের থাই থাই রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা ছাড়াও ইলিয়াস-লুনা দম্পতির ছেলে আবরার ইলিয়াস ও লাবিব ইলিয়াস এবং ইলিয়াস আলীর ভাই আসকির আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের নীতি-নির্ধারকদের কাছে ধরনা দিয়েও কোনো সহযোগিতা পাননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তাহসিনা রুশদীর লুনা। যে রাতে ইলিয়াস আলী নিখোঁজ হন সেই রাতে ঢাকার মহাখালীর বাসার কাছে পরিত্যক্ত অবস্থায় তার গাড়ি পাওয়া গিয়েছিল। বিশ্বনাথের সাবেক সাংসদ ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে তারা কোনো প্রতিফলন পাননি বলে সাংবাদিকদের জানান নিঁখোজ ইলিয়াস আলীর স্ত্রী। ইলিয়াস আলী একজন ‘ভালো সংগঠক ও আপসহীন’ হওয়ায় রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তাকে ‘গুম করা’ হয় বলেও মনে করেন তিনি। লুনা আরো বলেন, স্বামী নিখোঁজের পাঁচ বছর পেরোলেও এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

 

 

Advertisement