‘চুম্বন দৃশ্যের রিহার্সেল করতে বললেন পরিচালক’

রূপালি পর্দায় কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন একাধিক অভিনেত্রী। কখনো পরিচালেকর বিরুদ্ধে আবার কখনো সহ-অভিনেতার বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ করেন বলিউডের একাধিক অভিনেত্রী। এবার কাস্টিং কাউচ নিয়ে সরব হলেন অভিনেত্রী জারিন খান।

জারিন খান বলেন, ক্যারিয়ারের মাঝ বরাবর কাস্টিং কাউচের শিকার হন তিনি। সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ের সময় চুম্বন দৃশ্যের রির্হাসেল দিতে বলা হয় তাকে। একবার নয়, বারবার তাকে দিয়ে চুম্বন দৃশ্যের রির্হাসেল করানো হবে বলে জোরাজুরি করতে শুরু করেন পরিচালক। শুধু তাই নয়, পরিচালকের সঙ্গে চুম্বন দৃশ্যের রির্হাসেল দিতে হবে বলেও আমাকে জবরদস্তি করা হয়।

তবে পরিচালক কেন, কারও সঙ্গেই শুটিংয়ের সময় চুম্বন দৃশ্যের কোনও রির্হাসেল দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন জারিন খান। জারিনের পাশাপাশি বিদ্যা বালানও কাস্টিং কাউচ নিয়ে অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। চেন্নাইতে এক পরিচালক তাকে নিজের ঘরে নিয়ে যেতে চান বলে অভিযোগ করেন বিদ্যা বালান।

Advertisement