ব্রিট বাংলা ডেস্ক :: মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার রুহানি বলেন, তেহরান মধ্যপ্রাচ্যে কোনো দ্বন্দ্ব চায় না। এ সময় ইয়েমেনে যুদ্ধ শুরুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি নেতৃত্বাধীন জোট দায়ী। ইরানি সংবাদ সংস্থার বরাত দিয়ে তুর্কির গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।
রুহানি ইরানি মিডিয়ায় ভিডিও বার্তায় বলেন, আমরা মধ্যপ্রাচ্যে কোনো দ্বন্দ্ব চাই না। কে দ্বন্দ্ব সৃষ্টি করছে? ইয়েমেনিরা না। এটা সৌদি আরব, আমিরাত, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান দেশগুলো এবং ইহুদিবাদী ইসরাইল যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করেছিল।
ইয়েমেন সৌদি জোট হাসপাতাল, স্কুল এবং মার্কেটে হামলার পর সৌদির তেল ঘাঁটিতে হামলা চালায় ইরান সমর্থিত হুতিরা। এ নিয়ে রুহনি বলেছেন এটা সতর্কবার্তা।
Advertisement