সিলেট অফিস :: সুনামগঞ্জের ছাতকে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় আজিজুর রহমান (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানা গেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) আটক আজিজুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন গ্রামের ইছহাক আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, একই ইউনিয়নের লক্ষণসোম গ্রামের ১৫বছরের জনৈক কিশোরী প্রায় আড়াই মাস আগে জাউয়াবাজারে পলি টেইলার্স নামক একটি সেলাই দোকানে কর্মচারী হিসেবে কাজ নেয়।
কিছুদিন পরই দোকানের পরিচালক আজিজুর রহমান বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর থেকে প্রায় সময়ই ওই কিশোরীকে ভয়-ভীতি দেখিয়ে নিয়মিতই ধর্ষণ করতো।
এক পর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে গত সপ্তাহে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়।
থানার ওসি মোস্তফা কামাল জানান, নির্যাতিতা কিশোরী মঙ্গলবার বিকেলে থানায় উপস্থিত হয়ে আজিজুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওইদিন সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে আটক করে।