ব্রিট বাংলা ডেস্ক ।।
ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখালো বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন তানভীর হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মেরাজ হোসাইন এবং দীপক রায়।
ভুটানের বিপক্ষে ফেভারিট হিসাবেই খেলতে নামে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের গ্রুপ পর্বে সাক্ষাত হয়েছিল বাংলাদেশ-ভুটানের। ওই ম্যাচে ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। পরে ২০১৭ সালে দ্বিতীয় সাক্ষাতে ভুটানকে ৩-০ গোলে হারায় দেয় তারা। আর কিছুদিন আগে এএফসি কাপের অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশের কিশোরারা।
বিকাল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-মালদ্বীপ।
Advertisement