ইন্টার দ্বৈরথের আগে বার্সার মেসি টনিক

ব্রিট বাংলা ডেস্ক :: বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ বুধবার রাতে ইন্টার মিলানের মুখোমুখি হবার আগে দারুণ এক টনিকই পেয়েছে। সেটি হলো অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড উসমান দেম্বেলে চোট কাটিয়ে অনুশীলনে ফিরে আসা।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে শিরোপাধারী লিভারপুল রেডবুল সালজবার্গকে আতিথ্য দেবে। গেলবারের সেমিফাইনালিস্ট আয়াক্স আমস্টারডাম স্পেনে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে নামবে আজ। এছাড়াও চেলসি মুখোমুখি হবে লিলের।

গেল সপ্তাহে গেটাফের মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে সাত ‘অ্যাওয়ে’ ম্যাচের জয়খরা কাটিয়েছিলেন মেসিরা। তবে প্রথমার্ধের শেষদিকে মেসির চোট আর দ্বিতীয়ার্ধে দেম্বেলের পেশিতে টান কিছুটা দুশ্চিন্তায়ই রেখেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের? শঙ্কা ছিল ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপের দ্বৈরথে দুজনের অংশগ্রহণ নিয়েও।

সব শঙ্কা কাটিয়ে মেসি-দেম্বেলে দুজনেই দলীয় অনুশীলনে ফিরেছেন গত মঙ্গলবার। তবে চলতি মৌসুমে ইন্টারের ফর্ম ন্যু ক্যাম্পের এই ম্যাচের আগে মোটেও চিন্তামুক্ত হতে দিচ্ছে না কোচ আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। সিরি আ তে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটিতেও হারেনি দলটি, হজম করেছে মোটে দুই গোল। তবে দলটির বিপক্ষে সাম্প্রতিক ইতিহাস কিছুটা অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরে দলটির বিপক্ষে নিজেদের মাঠে ২-০ গোলে জয় ও প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছিল কাতালানরা। গ্রুপটির অন্য ম্যাচে স্লাভিয়া প্রাহার আতিথ্য নেবে বরুসিয়া ডর্টমুন্ড।

এদিকে লিভারপুল প্রথম ম্যাচে ন্যাপোলির কাছে হারের ক্ষত শুকিয়ে নেবার সুযোগ পাচ্ছে আজ। ‘ই’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা খেলবে সালজবার্গের বিপক্ষে? তবে প্রথম ম্যাচে গেঙ্ককে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে জার্মান দল সালজবার্গ জানিয়ে রেখেছে ছেড়ে কথা বলবে না তারাও। গ্রুপটির অন্য ম্যাচে ন্যাপোলি মুখোমুখি হবে গেঙ্কের।

গেলবার শেষ চারে খেলা আয়াক্স স্প্যানিশ দল আজ এইচ গ্রুপের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে খেলবে। ক্লাব ফুটবলে গত মৌসুমের ফর্মটা চলতি মৌসুমেও ধরে রেখেছে দলটি। ডাচ লিগ এরেডিভিসিতে টানা আট ম্যাচ ধরে অপরাজিত আছে দলটি, জিতেছে ছয়টিতে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচেও লিলকে উড়িয়ে দিয়েছিল তারা। সে ধারাটা আজ ভ্যালেন্সিয়ার মাঠেও নিশ্চিতভাবেই ধরে রাখতে চাইবে দলটি।

এদিকে চেলসি প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছিল। আজ রাতে এইচ গ্রুপের অন্য ম্যাচে তাই লিলের মাঠে সে বৃত্ত থেকে বের হবার হাতছানি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলের সামনে।

টুর্নামেন্টের জি গ্রুপের দুটি খেলায় লিপজিগ খেলবে লিওঁর বিপক্ষে আর বেনফিকার মুখোমুখি হবে জেনিথ।

আজকের খেলা

স্লাভিয়া প্রাহা বরুসিয়া ডর্টমুন্ড

গেঙ্ক ন্যাপোলি

লিভারপুল রেডবুল সালজবার্গ

লিল চেলসি

জেনিথ বেনফিকা

ভ্যালেন্সিয়া আয়াক্স

বার্সেলোনা ইন্টার মিলান

লিপজিগ লিওঁ

Advertisement