ব্রিট বাংলা ডেস্ক :: প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দুই ওয়ানডে ৬ উইকেটে ও তৃতীয়টি ৮ উইকেটে জিতে বাংলাদেশের যুবারা। সেই সঙ্গে সিরিজ জয় নিশ্চিত করে ৩-০ ব্যবধানে এগিয়েও আছে তারা।
সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এবার স্বাগতিক অনূর্ধ্ব-১৯ নিউজিল্যান্ড দলকে হোয়াইটওয়াশ করার মিশন নিয়ে আজ চতুর্থ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। শেষ দুই ম্যাচ জিতলেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।
সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হবে ১৩ অক্টোবর।
Advertisement