সোমবার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মোদি বলেন, সম্প্রতি চীনা প্রেসিডেন্টের সাথে শেষ হওয়া অনানুষ্ঠানিক সম্মেলনে শি জিনপিং দঙ্গল সিনেমা দেখেছেন বলে জানিয়েছেন। সিনামাটিতে ভারতীয় নারীদের অনবদ্য অভিনয় তাকে ব্যাপক নাড়া দিয়েছে। চীনা প্রেসিডেন্টের এমন মন্তব্য শুনে তিনি গর্ব বোধ করেছেন বলেও জানান মোদি।এর আগে ১১ ও ১২ অক্টোবর ভারতের চেন্নাই রাজ্যে মামাল্লাপুরাম শহরে এক অনানুষ্ঠানিক সম্মেলনে মোদি ও জিনপিং এক বৈঠকে মিলিত হয়েছিলেন। দুইদিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার ফাঁকে খোশগল্পেও মেতে ওঠেন দুই রাষ্ট্রপ্রধান। খোশগল্পের কোন এক মূহুর্তে বলিউডের মিস্টার পার্ফেকশনিস্ট খ্যাত আমির খান নির্মিত ‘দঙ্গল’ সিনেমাটি নিজের আবেগ প্রকাশ করেন শি জিনপিং। সিনেমার কাহিনী ও নারী অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন দুই নেতা। সামাজের সব অবজ্ঞাকে পেছনে ফেলে গীতা ও ববিতা ফোগাতের কুস্তিগীর হয়ে ওঠার এক বাস্তবধর্মী সংগ্রামী গল্পকে ঘিরে সিনেমাটির কাহিনী নির্মিত হয়েছে।নির্বাচনী প্রচারণায় মোদি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ আন্দোলনে সাড়া দেওয়ার জন্য হরিয়ানা রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান। ২০১৫ সালে এই আন্দোলন হরিয়ানা থেকেই শুরু হয়েছিল। তাছাড়া এ বছরের দীপাবলি উৎসবকে পরিবার, সমাজ ও দেশের জন্য সম্মান বয়ে আনা নারীদের প্রতি উৎসর্গ করার আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী।
ভারতীয় কুস্তিগীর ববিতা ফোগাত ও তার বাবা মহাবীর ফোগাত গত আগস্টে ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন। গীতা ২০১৪ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমে কুস্তিতে ভারতকে স্বর্ণপদক এনে দেন।