সিলেট অফিস :: সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর আহমেদ শাহিনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ৯টার দিকে শামীমাবাদ এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহীন কোতোয়ালী থানার জিআর মামলা নং ১৩৫/১৪, ধারা ১৪৩/৩৩২/৩৬৮/১৮৬/২২৫ দন্ডবিধির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া বড়বাড়ির মো. আব্দুল হাইর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।