ব্রিট বাংলা ডেস্ক :: বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েক। জাকির নায়েককে নির্বাসন দেওয়া সংক্রান্ত ভারতের অনুরোধ মেনে না নেওয়ার পক্ষে অনড় অবস্থানে রয়েছে মালয়েশিয়া। এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ জানান, জাকির নায়েককে মালয়েশিয়া থেকে নির্বাসন দিতে চায় না মালয়েশিয়ার সরকার। এ বিষয়ে সরকারের কারণটি আগের মতোই রয়েছে। কারণ হলো- ভারতে জাকির নায়েকের সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হবে কিনা তা নিশ্চিত নয়।
তিনি বলেন, আরও আইনী ও কূটনৈতিক উপায়ে কারণগুলি জানাতে শীঘ্রই নয়াদিল্লিতে একটি সরকারী চিঠি প্রেরণ করবে মালয়েশিয়া।
সাইফুদ্দিন জানান, তিনি ওই চিঠির বিষয়বস্তু নিয়ে অ্যাটর্নি-জেনারেল টমি টমাসের সাথে আলোচনা করবেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে আমরা ভারতকে আমাদের অবস্থান সম্পর্কে অবহিত করেছি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার বৈঠকে তিনি বিনয়ের সাথে বিষয়টি উত্থাপন করেছিলেন। আমাদের সরকারী জবাব হিসাবে একটি চিঠি প্রেরণ করতে বলেছিলেন তিনি।
সাইফুদ্দিন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চেয়েছিলেন যে, আমরা তাদের অনুরোধের প্রত্যাখ্যানের বিষয়ে নির্দিষ্ট কারণ দেখাবো। আমাদের এ-এ-জি উল্লেখ করতে হবে এবং মন্ত্রিসভার অনুমোদন পেতে হবে।
তিনি বলেন, জাকির নায়েকের বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই রয়েছে।