শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রাজাপাকসে

ব্রিট বাংলা ডেস্ক :: শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে (৭০)।

শ্রীলংকান নির্বাচন কমিশনের তথ্যমতে, গণনা শেষ হওয়া প্রায় পাঁচ লাখ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৫২ দশমিক ৮৭ শতাংশ। তার প্রধান প্রতিপক্ষ বর্তমান আবাসনবিষয়ক মন্ত্রী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩৯ দশমিক ৬৭ শতাংশ।

এ ছাড়া দেশটির বামপন্থী নেতা কুমারা দেসানায়ক ৪ দশমিক ৬৯ শতাংশ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। তারা ছাড়া আরও ৩২ জন লড়েছেন লংকান প্রেসিডেন্ট পদের জন্য। খবর রয়টার্সের।

এদিকে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জনমনে ভয় ও আতঙ্ক ছিল আগে থেকেই। ছিল ভোট দেয়া নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা।

শনিবার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগেই মুসলিম ভোটারদের বহনকারী শতাধিক বাসের বহরে হামলা চালানো হয়। ভোটার ভর্তি বাস লক্ষ্য করে অতর্কিত এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। বৃষ্টির মতো ছোড়ে পাথর। রাস্তায় জ্বালিয়ে দেয় টায়ার। কেউ হতাহত না হলেও এ ঘটনায় মুহূর্তেই মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যেকোনো মূল্যে ক্ষমতায় ফিরতে চায় রাজাপাকসে পরিবার। সেই লক্ষ্যেই বৌদ্ধ জাতীয়তাবাদকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করছে। উদ্দেশ্য- সংখ্যাগুরু সিংহলি ভোটারদের ভোটে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা।

এবারের নির্বাচনের শুরু থেকেই জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যুতে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে জাতিগত ঘৃণা ছড়িয়েছেন বিরোধী প্রার্থী সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছোটভাই ‘স্ট্রংম্যান’খ্যাত গোতাবায়া রাজাপাকসে। মুসলিম ভোটারদের ওপর বন্দুক হামলা তারই ফল।

শনিবার ৭টায় শুরু হয় শ্রীলংকার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। ১ কোটি ৬০ লাখ ভোটারের জন্য ২২টি নির্বাচনী জেলায় খোলা হয় প্রায় ১৩ হাজার ভোটকেন্দ্র। ভোটগ্রহণে ব্যবহার হয়েছে ২৬ ইঞ্চি লম্বা ব্যালট পেপার।

দেশটির নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম এতবড় ব্যালট ব্যবহার করল নির্বাচন কমিশন। আরেক রেকর্ড হলো, ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কেউই এবার প্রার্থী হননি।

Advertisement