ব্রিটবাংলা রিপোর্ট : বৃটেনে বৃহস্পতিবার এএস এবং এ লেভেল পরীক্ষার ফলাফল বের হবে। আগামি বৃহস্পতিবার বের হবে জিসিএসই পরীক্ষার ফল। পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না পেয়ে যেসব শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হন তাদেরকে চাইল্ড লাইনে টেলিফোন করে পরামর্শ নিতে আহ্বান জানিয়েছে এনএসপিসিসি।
এই সংস্থাটি জানিয়েছে, ২০১৬/১৭ সালে শুধুমাত্র পরীক্ষার ফলাফল প্রকাশের পর হতাশাগ্রস্ত প্রায় ১ হাজার ১ শ ৩৩ জন শিক্ষার্থী চাইল্ড লাইনে কল করে পরামর্শ নিয়েছেন। এর আগের দু’ বছরের তুলনায় এই সংখ্যা ২১ শতাংশ বেশি। বুধবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, গত বছর লন্ডনের প্রায় ২৪১ জন শিক্ষার্থী এনএসপিসিসি’র হেল্প লাইনে কল করেন। এর প্রায় ২৮ পার্সেন্ট ২০১৬ সালের আগস্টে এ লেভেল, এএস পরীক্ষার ফল প্রকাশের পর চাইল্ড লাইনে কল করেন। ২০১৬/১৭ সালে এনএসপিসিসি’র চাইল্ড লাইনে টেলিফোন করে ১৬ থেকে ১৮ বছর বয়সীরা পরীক্ষার ফলাফল থেকে হতাশা কাটিয়ে উঠার ব্যাপারে পরামর্শ নিয়েছেন বেশি। এক্ষেত্রে অনেকে খারাপ গ্রেড প্রাপ্তিতে উদ্বেগ ও দুশ্চিন্তার কথা উল্লেখ করেন। কাঙ্খিত গ্রেড অর্জন করতে না পারার ফলে তারা পছন্দের কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না বলে হতাশা ও দুশ্চিন্তার কথা বলেন। কেউ কেউ কাঙ্খিত ফলাফল না পেলে তাদের অভিভাবকেরা কি প্রতিক্রিয়া করবেন তা নিয়ে চিন্তিত ছিলেন।
এনএসপিসিসির চীফ এক্সিকিউটিভ পিটার ওয়ানলেস জানিয়েছেন, পরীক্ষার পর ভাল ফলাফলের অপেক্ষায় এক ধরনের উদ্বেগের মধ্যেই কাটে শিক্ষার্থীদের সময়। কেউ বিষয়টি সুন্দরভাবে হ্যান্ডল করতে পারে আবার কেউ হতাশায় ডুবে যায়। এনএসপিসিসি’র চাইল্ড লাইন থেকে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলা হয়েছে, কেউ কাঙ্খিত ফলাফল না পেলে আতঙ্কিত না হতে। রেজাল্ট প্রকাশের পরে বা আগে কঠিন কোন সিদ্ধান্তে পৌঁছার আগে বাকী যে সুযোগগুলি রয়েছে সে ব্যাপারে পুনরায় ভাবতে পরামর্শ দেওয়া হয়েছে। রেজাল্ট প্রকাশের পর একে অন্যের সঙ্গে কাউকে তুলনা না করার এবং কাঙ্খিত ফলাফল না হলে বিষয়টি নিয়ে টিচার বা বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে এনএসপিসিস। আর যে কোন পরামর্শের জন্য ০৮০০ ১১১১ নাম্বারে টেলিফোন অথবা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট চাইল্ডলাইন ডট অরগ ডট ইউকে তে ভিজিট করার আহ্বান জানিয়েছে এনএসপিসিসি।
Exam results: Childline support for anxious students
As young people open their AS and A-level results, Childline is offering support to those worried about their results.
The service, provided by the NSPCC, delivered 1,133 counselling sessions to young people concerned about exam results in 2016/17 – a rise of 21per cent over the past two years.
Of these, 241 were handled by the NSPCC’s Childline base in London. And of those, more than a quarter (28pc) took place in August 2016 when GCSE and AS/A-level results were released.
Figures released today also show a sharp rise in the number of Childline counselling sessions delivered to 16 to 18 year-olds related to exam results worries in 2016/17.
Many young people told counsellors they were disappointed with themselves and worried their grades might affect them getting into the university or college of their choice, while others were concerned about their parents’ reaction to their results.
Peter Wanless, NSPCC chief executive, said: “Waiting for exam results can be an anxious time for young people and can leave some struggling to cope. Pressure to achieve good grades and worries about securing further education places and jobs can be too much for some teenagers to deal with on their own.
Childline has the following advice for young people:
* Don’t panic if you don’t get the results you were hoping for.
* You may have to make some tough decisions but remember you always have options and you can get help.
* Everyone is different so try not to compare your results to your friends or classmates.
* If you’re disappointed with your results it can help to talk to a teacher or someone you trust about how you’re feeling.
Children and young people can contact Childline for free, confidential support and advice, 24 hours a day on 0800 1111 or at www.childline.org.uk