ব্রিট বাংলা ডেস্ক :: এক কিংবদন্তির বার্তা শুনে চোখ ভিজে গেল আরেক কিংবদন্তির। বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সের মেরি টেরান ডে ওয়েইস স্টেডিয়াম সাক্ষী থাকল এই দৃশ্যের।
প্রদর্শনী ম্যাচ খেলতে এখন লাতিন আমেরিকায় অবস্থান করছেন রজার ফেদেরার। ওই দিন আর্জেন্টিনার রাজধানীতে ম্যাচ ছিল। খেলা দেখতে আলবিসেলেস্তে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে আমন্ত্রণ জানান সুইস কিংবদন্তি।
তবে ম্যাচে দেখতে আসতে পারেননি আর্জেন্টাইন লিজেন্ড। কিন্তু ঠিকই ফেদেরারকে বার্তা পাঠান তিনি। এক ভিডিওতে টেনিস কিংকে শুভেচ্ছা জানান ম্যারাডোনা। যা দেখে চোখ ছলছল হয়ে যায় ২০টি গ্র্যান্ডস্ল্যামধারীর।
ভিডিও বার্তায় ম্যারাডোনা বলেন, ‘হ্যালো মাস্টার, তোমাকে আমি মেশিন বলে ডাকি। টেনিসে তুমিই সর্বকালের সেরা। অতীতে তোমার মত আর কেউ ছিল না, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। আমার দেশে থাকাকালীন তোমার কোনো সমস্যা হলে আমাকে জানিও। কী লাগবে পেয়ে যাবে। তোমার স্ত্রী ও সন্তানদের জন্য শুভকামনা।’
ফুটবল কিংবদন্তীর এসব কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি ফেদেরার। স্বভাবতই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। চোখে এসে যায় অশ্রু। যদিও সেটা আনন্দাশ্রু। আপ্লুত হয়েই সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন ৩৮ বছর বয়সী টেনিস তারকা।