ব্রিট বাংলা ডেস্ক :: আবারো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে সরব হলেন অল-ইন্ডিয়া-মজলিশ-এ- ইত্তেহাদুল-মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, ভারতের জাতীয় নাগরিক তালিকা এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করলে বাড়ির বাইরে তেরঙ্গা উড়িয়ে রাখুন, এটাই বিজেপিকে জবাব দেবে।
হায়দরাবাদের দারুসসালামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, যারা এনআরসি এবং সিএএ-র বিরোধিতা করছেন, তাদের বাড়ির বাইরে তেরঙ্গা উড়িয়ে রাখুন। এই ছবি বিজেপিকে বুঝিয়ে দেবে তারা ভুল এবং কালো আইন তৈরি করেছে।
গত শনিবার আসাদুদ্দিন ওয়াইসির জনসভায় উপস্থিত হয়ে সবাই সংবিধানের প্রস্তাবনার অংশটি পড়েছেন। তিনি সাধারণ মানুষের কাছে অহিংস প্রতিবাদ জানানোর আবেদন জানিয়েছেন। শান্তি রক্ষার আহ্বানও জানিয়েছেন।
বক্তব্যে ওয়াইসি ‘সংবিধান রক্ষা দিবস’ পালনের কথাও বলেন। পাশাপাশি তিনি বলেন, এই যুদ্ধ শুধু মুসলিমদের নয়; এটা দলিত, সিডিউল কাস্ট এবং সিডিউল ট্রাইবদেরও। আমি কিভাবে একজন দেশদ্রোহী হতে পারি, আমি নিজের জন্মসূত্রে এবং পছন্দেই একজন ভারতীয়।