জলকেলীতে মেতেছেন সারা

মুম্বইতে হই হই করে ক্রিসমাস পালন করেছেন সারা আলি খান। আর তার পরেই সোজা ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছেন বলিউডের এই নতুন হার্টথ্রব। আর মালদ্বীপের সমুদ্র সৈকতেই তাই উষ্ণতা ছড়াচ্ছেন সারা আলি খান। প্রিয় বান্ধবী কাম্যা অরোরার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন সারা। সেখান থেকেই বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা। ছবিগুলোতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে একটি হাউসবোটে বান্ধবীর সঙ্গে জলকেলীতে মেতেছেন সারা। সুইমিং পুলের নীল জলে হালকা গোলাপি রঙের বিকিনিতে ডিসেম্বরের শীতেও পারদ চড়িয়েছেন। সারার ছবিগুলি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরো কিছু ছবি অভিনেত্রী আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বান্ধবীর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করছেন সারা। দুই বন্ধুর সামনে সাজানো থরে থরে খাবার। আর সারা গরম চায়ে চুমুক দিচ্ছেন। কিছুদিন আগেই কার্তিক আরিয়ানের সঙ্গে ব্রেক আপ হয়েছে সারার। তাই এই ক্রিসমাস ও নিউ ইয়ার ভাই ইব্রাহিম আলি খান ও বান্ধবীর সঙ্গেই কাটাচ্ছেন তিনি। ইব্রাহিম ও কাম্যার সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।

Advertisement