ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের রেডব্রিজ বারার সেভেন কিংসে রোববার দিবাগত রাতে একই স্থানে ছুরিকাঘাতে তিন জন নিহত হয়েছে। মেট পুলিশ জানিয়েছে, রাত ৭টা ৫০ মিনিটের দিকে ইলফোর্ডের সেভেন কিংস এলাকার এলমস্টেড রোডে একদল যুবক বিশৃখ্ঙল পরিস্থিতির সৃস্টি করলে পুলিশ ডাকা হয়। পুলিশ সেখানে গিয়ে পাশাপাশি ২০ এবং ৩০ বছর বয়সী তিনজনকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে পুলিশ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২৯ এবং ৩৯ বছর বয়সী দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সেখানে একটি পার্টি চলছিল। পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহতরা ছুরিকাহত হয়ে একে অন্যের খুব কাছাকাছি পড়েছিল। নিহতরা একে অন্যের পরিচিত এবং স্থানীয় শিখ কমিউনিটির তাদের সম্পর্কে ধারনা থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।
এনিয়ে লন্ডনে নতুন বছরে ৬ টি খুনের ঘটনা ঘটেছে। এদিকে রাতের ঘটনার পরপরই রেডব্রিজে সোমবার সকাল আটটা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন লন্ডন মেয়র সাদির খান। ছুরিকাঘাতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।