Acid attackers could be thrown out of their council home : এসিড হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিল

ব্রিটবাংলা রিপোর্ট : এসিড হামলাকারী এবং তার পরিবারকে শাস্তি হিসেবে তাদের কাউন্সিল হোম থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বার্কিং এন্ড ডেগেনহ্যামের কাউন্সিল লিডার কাউন্সিলর ড্যারেন রডওয়েল।

Recently acid attack’s news

Five acid attacks in east London : প্রায় ১ ঘন্টার ভেতরে ৫টি এসিড হামলা ইস্ট লন্ডনে

Second arrest : five linked acid attacks : পাঁচ এসিড হামলায় দু’জন গ্রেফতার

East London acid attack: John Tomlin Charged : নিউহ্যামের এসিড হামলাকারী নিজেই পুলিশে ধরা দিলেন

Milend acid attack : Man charged from Stepney : এসিড হামলার অভিযোগে স্টেপনির যুবক অভিযুক্ত

Acid hot Spot Newham : Today Emergency demo : নিউহ্যামের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান

Acid attack : Musa miah had two skin graft operations : এসিড হামলায় বদলে গেছে মুসা মিয়ার চেহারা

গত ১৩ জুলাই রাত ১০টা ২৫ মিনিট থেকে রাত ১১টা ৩৭ মিনিটের ভেতরে ইস্ট লন্ডনের হ্যাকনি এবং নর্থ লন্ডনের ইজলিংটনে টানা ৫টি এসিড হামলার পর ১৪ জুলাই বিকেলে বার্কিং এন্ড ডেগেনহ্যামে আরো একটি এসিড হামলার ঘটনা ঘটে। এরপরই এই ঘোষনা দিলেন কাউন্সিল লিডার। এসিড হামলাকারীদের বিরুদ্ধে কাউন্সিলের পক্ষ থেকে স্থানীয়ভাবে কি ব্যবস্থা নেওয়া যায়, এ নিয়ে ভাবতে গিয়েই এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসিড হামলাকারী একা নয়, হামলাকারীর পরিবার এবং অভিভাবকও এই সাজা পাবেন বলে জানান কাউন্সিল লিডার ড্যারেন রডওয়েল।

Barking and Dagenham Council leader: Acid attackers could be thrown out of their council home

An east London council has said it is considering punishing acid attackers and their families by throwing them out of their council homes.

It comes following a shocking spate of attacks in London in recent weeks, with the number of crimes in the capital soaring.

Five people were targeted in just 90 minutes in a string of terrifying attacks in the north and east of the capital on July 13.

 

The following evening, another person was attacked with acid in Dagenham.

And Cllr Darren Rodwell, leader of the Barking and Dagenham Council, said the council was looking into what powers it had to take its own action against perpetrators.

He said the council wanted attackers to know “we ultimately have the ultimate deterrent which is we could ask them to leave the home that they are in”.

He added that this included the acid attacker’s parents and families.

Cllr Rodwell said that injunctions could be used against “tenants or tenants’ families who don’t believe that they’ve got the same responsibilities as the rest of us”.#Source#ES#

Advertisement