Car crashed on the M4 during a police chase : এমফোর মটরওয়েত গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু

ব্রিটবাংলা রিপোর্ট : ওয়েলসের এম ফোর মটরওয়েত পুলিশের তাড়া খেয়ে গাড়ি দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল আনুমানিক ৬টার দিকে কার্ডিফ এলাকায় সাউথ ওয়েলস পুলিশ একটি লাল রংয়ের ফর্ডফোকাসকে তাড়া করছিল। এসময় পুলিশ স্ট্রীন্জারও ব্যবহার করে বলে জানা গেছে। এর প্রায় এক মিনিটের ভেতরে মটরওয়ের জংশন ৩০ এবং ৩২ এর ভেতরে একটি ল্যান্ডরোভার ফ্রিল্যান্ডারের সঙ্গে লাল রংয়ের ফর্ড ফোকাসটি সজোরে ধাক্কা খায়। তাতে ফর্ড গাড়িটির চালকের মৃত্যু হয়। তবে ল্যান্ডরোভারের ড্রাইভারের গুরুতর কোন জখম হয়নি বলে পুলিশ জানিয়েছে। দ্যা পুলিশ কমপ্লায়েন্ট কমিশন ঘটনার তদন্ত করছে।

M4 crash…
An investigation has been launched after a man died when his car crashed on the M4 during a police chase.
South Wales Police officers had been pursuing a red Ford Focus around the Cardiff area at about 18:00 BST on Saturday and a stinger was also used.
Minutes later, the car collided with a Landrover Freelander on the eastbound side between junctions 30 and 32.
The Ford’s Gloucester-based driver died and the Independent Police Complaints Commission is probing the incident.
Police said the Landrover’s driver did not suffer serious injuries.
Both sides of the carriageway were closed but have since reopened.

Advertisement