গ্রেনফেল ট্রাজেডির ভিক্টিম ফান্ডের অর্থ আত্মসাত করলেন কাউন্সিলের ম্যানেজার : Council finance manager stole £60,000 from Grenfell victims’ fund

ব্রিটবাংলা ডেস্ক : প্রতারণার মাধ্যমে গ্রেনফেল টাওয়ার ট্রাজেডির ভিক্টিম ফান্ড থেকে প্রায় ৬০ হাজার পাউন্ড আত্মসাতের কথা স্বীকার করেছেন গ্রেটার লন্ডনের কেনসিংটন এন্ড চেলসি কাউন্সিলের ফাইনান্স ম্যানেজার জ্যানি ম্যাকডোনাগ।

২০১৭ সালের জুনে গ্রেনফেল টাওয়ার ট্রাজেডিতে ৭২ জন মানুষ পুড়ে মারা যান

গ্রেনফেল ট্রাজেডি সংক্রান্ত অন্যান্য সংবাদের লিঙ্ক নীচে..

Grenfell Tower Fire : Three young siblings chose to STAY inside burning with elderly parents : বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যাননি ৩ ভাই বোন

মুসলিম এইডের রিপোর্ট : গ্রেনফেল ট্রাজেডিতে কেনসিংটন এন্ড চেলসি বারার ভুমিকা ছিল হ-য-ব-র-ল : Grenfell Tower fire response ‘badly flawed’ report says

গ্রেনফেল টাওয়ার ট্রাজিডি : বাঙালী মা- মেয়েকে গার্ডেন অব পিসে সমাহিত

 

৩৯ বছর বয়সী জ্যানি গ্রেনফেল টাওয়ার ট্রাজেডি থেকে বেঁচে যাওয়া ভুক্তভোগি এবং ভুক্তভোগীদের পরিবারের নামে নগদ অর্থ এবং প্রিপেইড ক্রেডিট কার্ড ব্যবহার করে গত ১০ মাসে এসব অর্থ আত্মসাত করেন। দুবাই এবং লস এন্জেলসে হলিডে, ব্যয়বহুল রেষ্টুরেন্টে খাবার খেয়ে এবং অনলাইনে জোয়া খেলে এসব অর্থ ব্যয় করেন বলে ওয়েস্ট মিনষ্টার কোর্টের শোনানিতে জানানো হয়েছে। আদালতে তাকে সিরিয়াল ফ্রডস্টার বলে অভিহিত করা হয়েছে। এ ঘটনার পর তার বিয়েও ভেঙ্গে যায়।

সাউথ ইস্ট লন্ডনের এবিউডের বাসিন্দা জ্যানি ম্যাকডোনাগ আদালতে দুটি অপরাধে দোষ স্বীকার করেন। এরমধ্যে একটি হল চুরি এবং অন্যটি হল অপরাধের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি লুকিয়ে রাখা। বৃহস্পতিবার আদালতের শোনানি শেষে তাকে শর্তশাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাবে তার শরীরে ইলেক্ট্রিক ট্যাগ লাগানো আছে। শর্ত হল, তার পাসপোর্ট জমা দিতে হবে। ছাড়তে হবে বর্তমান কাজ এবং ভবিষ্যতে কোনো জায়গায় কাজ নিতে হলে পুলিশের অনুমতি নিতে হবে। পরবর্তী একটি তারিখে আইজেলওয়ার্থ ক্রাউন কোর্টে তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে।

A council worker has admitted defrauding around £60,000 from the Grenfell Tower victim fund.

Jenny McDonagh, 39, took cash meant for survivors of the tragedy and victims’ grieving family members using pre-paid credit cards.

The Kensington and Chelsea Council finance manager spent the funds on trips to Dubai and Los Angeles, expensive dinners and online gambling.

McDonagh, described as a “serial fraudster”, admitted fraud and theft.

She obtained the money “while being neither a survivor or bereaved family member”, Scotland Yard said.

After the fire, McDonagh withdrew £62,000 over 10 months, Westminster Magistrates’ Court heard.

Prosecutor Robert Simpson described her as a “serial fraudster” who “lives beyond her means and gambles”.

He said she used the stolen funds for a “trip to Dubai, Los Angeles, meals in expensive restaurants, hair appointments and personal luxuries for herself”.

He added: “She spent quite a lot of money on online gambling. She spent £32,000, of which £16,000 was winnings and lost roughly £16,000 in online gambling.”

McDonagh’s marriage has since broken down, the court heard.

McDonagh, of Abbey Wood, south-east London, pleaded guilty to two offences of fraud, one of theft and another of concealing criminal property.

She was released on conditional bail with an electronic tag and will be sentenced at Isleworth Crown Court at a date to be set.

Senior District Judge Emma Arbuthnot said “custody is the obvious place to go” and ordered a pre-sentence report.

Advertisement