Grenfell Tower: Fire started in Hotpoint fridge : হটপয়েন্ট ফ্রিজ থেকে আগুনের সুত্রপাত


ব্রিটবাংলা রিপোর্ট : ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারের চতুর্থ তলায় একটি হটপয়েন্ট ফ্রিজ থেকে আগুনের সুত্রপাত হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে দ্রুতগতিতে আগুন ছড়ানোর পেছনে ভবনের বাইরের ক্লাডিং এবং ফায়ার সেফটি টেস্টের ব্যর্থতাও রয়েছে। তদন্তে ম্যানস্লটারিং, হেলথ এন্ড সেইফটি এন্ড ফায়ার সেইফটিও বিবেচনা করা হবে।

গত ১৩ জুন মধ্যরাতের অগ্নিকান্ডে ৭৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জনকে সনাক্ত করেছে পুলিশ। হাসপাতালে এখনো আরো ৯ জন চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে ২৪ ভবনের ১২৭ টি ফ্ল্যাটসহ আশপাশের ঘরবাড়ি মিলে ১৫১টি বাড়ি ধ্বংস হয়েছে।

এদিকে যে মডেলের হটপয়েন্ট ফ্রিজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা পরীক্ষা নিরীক্ষীর নির্দেশ দিয়েছে।

Grenfell Tower: Fire started in Hotpoint fridge


The Grenfell Tower fire in London started in a fridge freezer, and outside cladding and insulation failed safety tests, police say.
The Metropolitan Police says it will consider manslaughter, health and safety and fire safety charges.
Seventy-nine people are feared dead after the blaze destroyed 151 homes in the Kensington tower block and nearby.
The government has ordered immediate testing of the Hotpoint fridge freezer that was involved.
Whirlpool, which owns Hotpoint, said: “We offer our most profound condolences to the victims, those who have lost loved ones, homes, and possessions, and to their friends and families.”
Nine of those who died on 14 June have been formally identified so far. Nine people remain in hospital, with three people still in critical care.
Police said the fire had not been started deliberately and the speed with which the fire spread was “unexpected”. #Source# BBC#

Advertisement