Islamophobic attacks in Manchester suoared 500% : ম্যানচেস্টারে ধর্মীয় আপরাধের সংখ্যা বাড়ছে

ব্রিটবাংলা রিপোর্ট : ম্যানচেস্টারে ইসলামোফোবিক হামলা প্রায় ৫শ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২২ শে মে ম্যানচেস্টার এরিনায় লিবিয়ান অরিজিন সালমান আবেদির আত্মঘাতি বোমা হামলার পর পরবর্তী এক মাসে গ্রেটার ম্যানচেস্টার থেকে ২২৪টি মুসলিম বিরোধী ঘৃনাজনিত অপরাধের রিপোর্ট এসেছে পুলিশের কাছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ৩৭টি। ইসলামোফোবিক হেইট ক্রাইম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তা কমানোর জন্যে কঠোর ব্যবস্থা নিচ্ছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
গত রোববার মধ্যরাতে নর্থ লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদের মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এরপর পুরো ইউকেতে মুসলিম কমিউনিটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে গিয়ে এ তথ্য প্রকাশ করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

তাতে দেখা গেছে, ম্যানচেস্টার এরিনায় আত্মঘাতি হামলার পর ওই এলাকায় ইসলামেফোবিকসহ ধর্মীয় ঘৃনাজনিত অপরাধের সংখ্যা ৯২ থেকে বেড়ে ৩৬৬ তে চলে গেছে এক লাফে। এরিয়ানায় তারুন্যের প্রিয় হলিউড সঙ্গীত শিল্পী এরিয়ানা গ্লান্ডের কনসার্টে আত্মঘাতি হামলায় ৮ বছরের শিশুসহ ২২ জন নিহত হন। এরপর ৩রা জুন লন্ডন ব্রিজে অপর সন্ত্রাসী হামলায় নিহত হন আরো ৮ জন। এরপর ১৩ জুন মধ্যরাতে ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৭৯ জন। এই সংখ্যা পুলিশের দেওয়া সাধারন মানুষের ধারনা মৃতের সংখ্যা আরো বেশি। সর্বশেষ গত রোববার মধ্যরাতে ফিন্সবারি পার্ক মসজিদে আরেক সন্ত্রাসী হামলায় ১ জন বয়োবৃদ্ধ নিহত হন। এই ঘটনায় আহত হন আরো ১১ জন। এরপর মুসলিম কমিউনিটির নিরাপত্তা বৃদ্ধির তাগিদ দেল তিনি।

 

IslIslamophobic attacks in Manchester suoared 500%
Islamophobic attacks soared more than 500% in Greater Manchester after the suicide bombing at an Ariana Grande concert last month, police have said.

There were 224 reports of anti-Muslim hate crimes in the month after the attack compared with 37 in the same period in 2016, official figures show.

Greater Manchester Police (GMP) revealed the 505% rise in Islamophobic incidents as officers said they would take tough action to curb the increase in hate-fuelled incidents.

The figures came as police across Britain increased protection for Muslim communitiesafter the Finsbury Park mosque attack in the early hours of Monday.

The home secretary, Amber Rudd, has pledged extra policing resources “for as long as it is needed” to reassure Muslim communities after the Finsbury Park attack, in which one man died and 11 were injured.

Figures released by GMP show religious hate crimes, including Islamophobia, leapt from 92 to 366 since the arena attack that killed 22 and wounded 220 others on 22 May.

Race hate crimes have jumped 61%, to 778 incidents, compared with the same four weeks last year. The figures show smaller increases in attacks targeting disability and sexual orientation.

Tell Mama, which records Islamophobic crime, this week reported a UK-wide increase in incidents. # Source# The Guardian#

Advertisement