Man dies after east London police pursuit : ইস্ট লন্ডনে পুলিশের ধাওয়ার মুখে এক তরুনের রহস্যজনক মৃত্যু

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে পুলিশের ধাওয়ার পর ২০ বছর বয়সী এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে,   শনিবার দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে ইস্ট লন্ডনের হ্যাকনি এলাকার কিংসল্যান্ড রোডে এই ঘটনা ঘটে। ওই সময় সেখানে একজন যুবকের কার থামানোর চেষ্টায় ছিল পুলিশ।  কার থামিয়ে যুবকটি হেঁটে চলে যাচ্ছিল। পুলিশ তাকে পেছন থেকে লক্ষ করছিল। এসময় পাশের দোকানে প্রবেশ করে সে কিছু একটা গিলে ফেলে। এরপর তাকে রয়েল লন্ডনে হাসপাতালে  নেওয়ার  পর রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে সে মৃত্যুবরণ করে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন কৃষ্ণাঙ্গ যুবক একটি দোকানে প্রবেশ করছেন। তাকে পেছন থেকে একজন সাদা পোষাকের পুলিশ তাড়া করছিল তখন। ফুটেজে দেখা যায়, তাকে হ্যান্ডকাফ পরানোর জন্য মাটিতে ধস্তাধস্তি হচ্ছে। এ সময় যুবকটি হাত দিয়ে তার মুখে কিছু একটা ছাড়ে। সাদা পোষাকে অন্য একজন এসে আগের অফিসারকে সহযোগিতা করেন হ্যান্ডকাফ পরাতে। জাস্টিস ফর রাশ নামে এই ফুটেজটি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। অবশ্য স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, যুবকটি ফ্লোরে বসে নিজেকে নিজে আঘাত করার চেস্টা করছিল। এম্বুলেন্স আসার পূর্ব পর্যন্ত পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেস্টা করে। রয়েল লন্ডন হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পরে সে মৃত্যুবরণ করে।

তার স্বজনদের অবহিত করা হয়েছে। শিঘ্রই তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এদিকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বিভাগ। দ্যা ইনডিপেনডেন্ট পুলিশ কমপ্লায়েন্স জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কর্তব্যরত পুলিশ অফিসারদের সংশ্লিস্টতা বের করার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর বক্তব্য, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

Man, 20, dies after east London police pursuit
A 20-year-old man has died after being apprehended by a police officer in an east London shop.
The Met Police said the man was followed on foot after officers tried to stop a car in Kingsland Road, Hackney, at 01:45 BST on Saturday.
He was “taken ill” after “trying to swallow an object” and was pronounced dead in hospital a short time later, the force said.
The Independent Police Complaints Commission (IPCC) is investigating.
Officer ‘intervened’
Footage apparently showing the incident has been shared on social media, along with the hashtag #JusticeForRash.
The film, recorded by a security camera, shows a young black man entering a shop pursued by a uniformed police officer.
In the footage, there is a struggle on the floor, and the man appears to put his hand to his mouth.
Another man in plain clothes is seen helping the officer.
The man they are trying to arrest is seen handcuffed with his hands behind his back.
First aid
Scotland Yard said the officer “intervened and sought to prevent the man from harming himself”.
A force medic provided first aid at the scene before London Ambulance Service paramedics arrived.
The man was taken to the Royal London Hospital in east London and pronounced dead at 02:55 BST.
Police said next of kin had been informed and a post-mortem examination would be held.
The IPCC confirmed it had begun an independent investigation, taking evidence from eyewitnesses and police officers.
It said CCTV footage from inside the shop and police body-worn video evidence had been gathered and viewed.
“The IPCC has obtained evidence which indicates an object was removed from [the man’s] throat at the scene,” a spokesman said.
He appealed for information from witnesses who were in the Kingsland Road and Middleton Road area of Hackney. #Source#BBC#

Advertisement