ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইস্টহ্যামের হোয়াইট হর্স রোড এবং গ্রেশাম রোডের জংশনে সোমবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ সেখানে গিয়ে প্রায় ৩০ বয়সী এক ব্যক্তিকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই প্যারামেডিক তার মৃত্যু ঘোষনা করে বলে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। তবে পোস্টমর্টেম সম্পন্নের পর নিহতের পরিচয় প্রকাশ করবে পুলিশ। এই ঘটনায় কেউ গ্রেফতার হননি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য আহ্বান করেছে পুলিশ।
- Man stabbed to death in east London
A man has died after being stabbed in a residential street in east London.
Police officers rushed to the junction of White Horse Road and Gresham Road, in East Ham, at about 8.10pm on Monday following reports of a knife attack.
On arrival they found a man, believed to be aged in his mid-30s, suffering stab wounds.
The victim was pronounced dead at the scene by paramedics, Scotland Yard confirmed.
The man’s next of kin have been informed and a post mortem is set to take place.
The road has been cordoned off while officers investigate the stabbing.
A spokesman for the Metropolitan Police said the Homicide and Major Crime Command has been informed.
No arrests have been made.
Anyone with information is asked to contact police via 101. #Source#ES€