ব্রিটবাংলা ডেস্ক : রামাদানে বিমানের ভেতরে গাঁজা (কেনাবিস) সেবনের পর জুইশ মহিলাকে নিয়ে অশালিন মন্তব্যের অভিযোগে এক মুসলিম ব্যবসায়ীকে সাজা দিয়েছে আদালত। সাজা প্রাপ্ত ব্যবসায়ীর নাম শাসরাইজ বাশির। তার বয়স ৩৪ বছর। তিনি ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের বাসিন্দা।
ম্যানচেষ্টার সিটি কোর্ট সূত্রে জানা গেছে, বাশির এবং তার কয়েকজন বন্ধু গত বছর রামাদানে হলিডে শেষে ইজি জেটের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইউকেতে ফিরছিলেন। ফেরার পথে বিমানের ভেতরে তিনি গাঁজা সেবন করতে থাকেন। যাত্রীরা তাকে গাঁজা সেবক থেকে বিরত থাকার অনুরোধ করলে তাদের উপেক্ষা করেন তিনি। বরং অহঙ্কার করে বলেন, তিনি যা করতে চান, তাই করবেন। তা থেকে নিজের মায়ের কথায়ও বিরত থাকবেন না তিনি। এক সময় একজন জুইশ মহিলা যাত্রীকে নিয়েও তিনি ব্যাঙ্গ বিদ্রোপ করেন। মোটা জুইশ মহিলাদের কাজই হল তাদের স্বামীদের…এবং শিশু উপহার দেওয়া বলে মন্তব্য করেন ব্যবসায়ী বাশির। এ কথা শুনে ওই মহিলার কান্না চলে আসে। তিনি তার সিট পরিবর্তন করে অন্যত্র গিয়ে বসেন।
যদিও আদালতে এসব অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী বাশির। আদালতে তিনি দাবী করে বলেছেন, রামাদানে ক্যানাবিস বা গাঁজা ব্যবহারের প্রভাবে কিছুটা খারাপ ব্যবহার করেছেন তবে তা উদ্দেশ্য প্রণোদিত বর্ণবাদী আচরণ ছিল না।
আদালত বাশিরকে ১২ মাস কমিউনিটি অর্ডার এবং একই সঙ্গে বিণা পারিশ্রামিকে ১শ ঘন্টা কাজ করার নির্দেশ দিয়েছে। এছাড়াও কোর্টের খরচ বাবদ ৫০৫ পাউন্ড পরিশোদের পাশাপাশি বাশিরকে গাঁজা সেবন থেকে বিরত থাকার জন্যে বিশেষ কোর্সে অংশ নিতে নির্দেশ দিয়েছে আদালত।
A Muslim businessman who reduced airline passengers to tears with antisemitic insults during a holiday fight has been given a community order and fined after he blamed his racist remarks on smoking cannabis during Ramadan.
Company director Shamraize Bashir, 34, was travelling back to the UK from Israel with friends when he said: “You know the really fat Jewish women yeah? Their job is to let their husbands f*** them and make babies for them.”
Fellow passengers on the easyJet flight from Tel Aviv urged Bashir to stop swearing during his foul mouthed five-minute rant but he responded: “I’m not f****** swearing – you can’t tell me what to do, even my own mum doesn’t tell me what to do.”
One tearful woman was so offended during Bashir’s outburst she swapped seats with another passenger.
Bashir, from Bradford, West Yorkshire, was arrested when the plane touched down in Manchester.
In court, he admitted using racially-aggravated threatening behaviour but he denied being racist, claiming his use of cannabis during the Islamic fasting season had affected his behaviour.
He said: “It was out of character, I do believe that this is down to smoking cannabis and that a course would help with that.”
The court heard the incident occurred last June 17 when Bashir and seven friends were returning to the UK on the 9.30pm flight from the Israeli city.
Prosecutor Tim McArdle said: “As often happens with big groups they were seat across a number of rows spread over the aircraft.
Bashir was ordered to complete a 12-month community order plus 100 hours unpaid work and attend a course to address his cannabis use. He was also ordered to pay £505 in costs.
Passing sentence, chairman of the bench Kevin Phillips said: “This is obviously a serious matter and you have accepted that, but you behaved in a way that was wholly inappropriate on a plane and in a confined space where people cannot get away.