North-east London fire: One dead : নর্থ ইস্ট লন্ডনে আগুন : একজনের মৃত্যু

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে আরো একটি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক জনের মৃত্যু বরণ করেন। লন্ডন ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকালে নর্থ ইস্ট লন্ডনের চিংফোর্ডের পার্কহীল রোডে সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ৬টি ফায়ার ইঞ্জিন নিয়ে প্রায় ৩৫ জন ফায়ার ফাইটার আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় অক্সিজেন মাস্ক পড়ে ফায়ার ফাইটাররা ভবনের ফার্স্ট ফ্লোর থেকে একজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করেনি পুলিশ এবং লন্ডন ফায়ার সার্ভিস। প্রায় ৯০ মিনিট চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উডফোর্ড, এনফিল্ড, ওয়ালথামস্টো, এডমন্টন এবং টুটেনহ্যাম থেকে প্রায় ৩৫ জন ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ উদ্ধারে তদন্ত চলছে।

Fire at Hackney Jewish faith school : হ্যাকনির একটি স্কুলে আগুন

Bethnal Green fire : ইস্ট লন্ডনের বেথনালগ্রীণে আগুন (ভিডিওসহ)

north-east London fire: One dead

One person has died in a fire at a block of flats in east London.

A team of 35 firefighters with six fire engines were sent to tackle the blaze in Chingford on Wednesday morning. 

Firefighters wearing oxygen masks found the person in a first floor flat and they were pronounced dead at the scene. 

London Fire Brigade were alerted to the fire in Park Hill Road at 7.30am and crews brought the fire under control 90 minutes later. 

Scotland Yard and LFB were not able to confirm whether the deceased was a man or a woman.

Fire crews from Woodford, Enfield, Walthamstow, Edmonton and Tottenham fire stations attended and the cause of fire is under investigation. #Source#ES#

Advertisement