ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে এসিড হামলার মাত্রা বেড়েছে আশঙ্কাজনক হারে। গত ২১ শে জুন নিউহ্যামে দিনেদুপুরে এসিড নিক্ষেপ করা হয়েছে ইউনিভার্সিটি পড়ুয়া এক তরুনী এবং সঙ্গে থাকা তার স্বজনের মুখমন্ডলে। এর আগে গত ৪ জুন নিউহ্যামের বার্কিং রোডে ২০ বছরের এক তরুনকে ছুরিকাহতের পাশাপাশি তার ওপর এসিড হামলা করা হয়।
অন্যান্য সংবাদ :
East London acid attack: Image of suspect released : শ্বেতাঙ্গ লোকটি সন্দেহভাজন এসিড হামলাকারী
ইস্ট লন্ডনে মুসল্লির উপর এসিড হামলা চেস্টার অভিযোগ
সাম্প্রতিক সময়ে নিউহ্যাম এসিড হামলার হটস্পটে পরিনত হয়েছে। চলতি বছরের মার্চে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ২০১০ সালের পর থেকে নিউহ্যামে প্রায় ৪শ ২৫টি এসিড হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বার্কিং এন্ড ডেগেনহ্যানেই ঘটেছে প্রায় ১শ ৬০টির উপরে। মেট পুলিশ জানিয়েছে, ২০১০ সালের পর থেকে লন্ডনে প্রায় ১৮শ এসিড জাতীয় হামলার রিপোর্ট হয়েছে।
হামলার ধরন দেখে সন্দেহ করা হচ্ছে এসিড জাতীয় দ্রব্য অবাধে বেচাকেনা হচ্ছে। লাইসেন্স ছাড়া এসিড ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ই-পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে পিটিশনটি পাঠানো হবে। ৩৫ হাজার স্বাক্ষরের প্রয়োজন। ইতোমধ্য প্রায় ২৬ হাজারের বেশি স্বাক্ষর হয়েছে। নিচের লিঙ্কে ক্লিক করে পিটিশনে স্বাক্ষর করা যাবে।
Prohibit the purchase of Acid to those without a licence
Acid attacks have become rife in London and all over the United Kingdom. With many families and individuals suffering or falling victim to this grevious and criminal act.
It is about time that the law gets changed for the purchase of Acid, as anyone can buy it easily from any hardware store. It is a very lethal and life damaging substance that should only be allowed to be purchased with a licence to buy, in which the person purchasing has to go through checks.
The government must do something about this, as I and many others have seen acid attacks rise. It is a disgusting criminal act and we need new laws in place for it, to deter this from happening.