ব্রিটবাংলা রিপোর্ট : লেবার পার্টির স্যার রবিন ওয়েলসের একচ্ছত্র রাজ্য নিউহ্যামে নতুন চ্যালেন্জ ছুঁড়ে দিয়েছে কনজারভেটিভ পার্টি। নিউহ্যামের আগামি মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে বাঙালী মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে। ইস্টহ্যাম এবং ওয়েস্টহ্যাম টোরি মিলে ইস্টহ্যাম টোরি এক্টিভিস্ট রাহিমা খানকে দলের আগামী মেয়র প্রার্থী হিসেবে চুড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। ২০১৮ সালের ৩রা মে নিউহ্যাম কাউন্সিলের মেয়র এবং কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পুর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে মনোনীত করা হয় বলে কনজারভেটিভ পার্টির ওয়েব সাইটে নিশ্চিত করা হয়েছে।
রাহিমা খান গত ২০ বছরের বেশি সময় ধরে নিউহ্যামে বসবাস করেন। শিক্ষক এবং কোচ হিসাবে কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য স্যার রবিন ওয়েলস ২০০২ সাল থেকে নিউহ্যামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লেবার নিয়ন্ত্রিত নিউহ্যামে সব কাউন্সিলরও লেবারের। ২০১৪ সালে অনুষ্ঠিত মেয়র ও কাউন্সিল নির্বাচনে টোরি পার্টির পক্ষ থেকে নিউহ্যামে মেয়র প্রার্থীসহ সব ক’টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিয়েছিল টোরি। ওই নির্বাচনে টোরির মেয়র প্রার্থী স্টেফান ম্রুজিনোস্কি ১৩ হাজার ৯শ ৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। আর লেবার প্রার্থী স্যার রবিন ৪৭ হাজার ৯৫ ভোটে মেয়র নির্বাচিত হন।
Rahima Khan selected as Conservative candidate for Mayor of Newham
Conservatives in West Ham have come together with fellow members from East Ham for a full open democratic selection to pick Rahima Khan as the Conservative candidate for the directly elected Mayor of Newham, to be elected on 3rd May 2018, the same day as the election for Newham Council.
Rahima has lived Newham for over twenty years and worked as both a teacher and coach. Working in these roles she has seen the best of our young people but also the way the system has let them down. She has a deep passion to help all Newham residents gain skills and meet their goals and ambitions. She is dedicated to bringing equal opportunities, to enhance the living standards and to improve the community spirit of our borough, making Newham better, together.
The directly elected Mayor of Newham leads the council and has full executive decision-making powers. They set the direction and vision for the council, making the critical choices about how council services are deployed, how much council tax is raised and whether residents can get the best borough. They work with other key local services and partners, such as the police, health and voluntary sectors, local businesses and others, to achieve the best.
The London Borough of Newham covers the entirety of the West Ham parliamentary constituency and also the East Ham constituency.