ব্রিকবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে বৃহস্পতিবার রাতে প্রায় এক ঘন্টার ভেতরে ৫টি এসিড হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার সঙ্গে সংশ্লিষ্টত সন্দেহে বয়স ১৫ এবং ১৬ বছর বয়সের দু’ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ৩৭ মিনিটের ভেতরে ইজলিংটন এবং হ্যাকনিকে পৃথক পৃথক ৫টি এসিড হামলা ৫ জন আহত হন।
বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ২৫ মিনিটের দিকে হ্যাকনি রোড এবং কুইনব্রিজ জংশনে ঘটে প্রথম এসিড হামলার ঘটনা। হামলায় আহত এই ব্যক্তির বয়য় ৩২ বছর। তার নাম জাভেদ আলী বলেও জানা গেছে।
Others news
Five acid attacks in east London : প্রায় ১ ঘন্টার ভেতরে ৫টি এসিড হামলা ইস্ট লন্ডনে
East London acid attack: John Tomlin Charged : নিউহ্যামের এসিড হামলাকারী নিজেই পুলিশে ধরা দিলেন
Petition for Ban the purchase of Acid to those without a licence : অবৈধ এসিড ক্রয় বিক্রয় বন্ধ করতে স্বাক্ষর করুন
হামলার পরপর এসে তার চোখে মুখে পানি ডেলে তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করে পুলিশ। হামলায় তার চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
দ্বিতীয় এসিড হামলার ঘটনা ঘটে রাত ১০টা ৪৯ মিনিটে ইজলিংটনে। এই হামলায় ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মুখ জ্বলসে গেছে। রাত ১১টা ৫ মিনিটে সর্ডিচে তৃতীয় হামলায় আহত হন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। আর ১১টা ১৮ মিনিটে স্টোক নিউয়িটনে চর্তুথ হামলার শিকার ২৪ বছর বয়সী ব্যক্তির চেহারা বদলে যাবার আশঙ্কা করা হচ্ছে। ১১টা ৩৭ মিনিটে ক্লাপটনে ঘটে পঞ্চম এসিড হামলা। এই হামলায় ৩৩ বছর বয়সী এক পুরুষের মুখে এসিড মেরে তার মোটরবাইক নিয়ে যায় হামলাকারীরা। টানা এই ৫ হামলার পর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১৫ এবং ১৬ বছরের দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
লন্ডনে ২০১৫ সালে ১২৯টি এসিড হামলা হয়। আর ২০১৬ সালে ঘটে ২শ২৪টি। চলতি বছরের এপ্রিলের ভেতরে এই সংখ্যার সঙ্গে যোগ হয় আরো ছেষট্টিটি এসিড হামলার ঘটনা। এসিড হামলার ঘটনা অহরহ ঘটলেও গত ২১ শে জুন মডেল শিল্পী ও ইউনির্ভাসিটি স্টুডেন্ট রেশাম খান এবং তার কাজিন জামিল মুক্তারের উপর এসিড নিক্ষেপের ঘটনা বেশ আলোচিত হয়। হামলার সময় তারা নিউহ্যামে একটি ট্রাফিক লাইটে বসে অপেক্ষা করছিলেন।
এদিকে এসিড বেচাকেনার আইনের পরিবর্তন আনতে ক্যাম্পেইন করে যাচ্ছেন ইস্টহ্যামের এমপি স্টীফেন টিমস। লন্ডনের মধ্যে নিউহ্যাম বারায় গত বছরে সবচাইতে বেশি এসিড হামলার ঘটনা ঘটে। এসিড বেচাকেনার আইন পরিবর্তন ইস্যুতে আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি ডিবেইটে নেতৃত্বে দেবেন তিনি।
যদিও প্রধানমন্ত্রী এসব হামলাকে বিভৎস এবং ভয়ঙ্কর বলে উল্লেখ করে প্রয়োজনে আইন পরিবর্তনের আশ্বাস দিয়েছেন।
Second arrest by officers investigating five linked acid attacks
Detectives from Hackney Borough investigating five linked acid attacks in north and east London have made a second arrest.
The second arrest was made this morning, Friday 14 July. A 15-year-old boy [B] was arrested at an address in Stoke Newington on suspicion of grievous bodily harm and robbery.
A 16-year-old male [A] had been previously arrested on suspicion of the same offences in Kingsbury Road, N1 in the early hours of Friday, 14 July after he was identified near the scene of the offences by local authority CCTV operators.
Both suspects are in custody at a north London police station.
Chief Inspector Ben Clark, from Hackney Borough, said:
“This is a fast moving investigation and we have made two arrests today. However, I would like to ask the public for their help. Each of these offences took place in busy locations and we know there may be witnesses who have not yet contacted us. If you saw something or managed to film or photograph anything that might help us please get in touch.
“These are hideous offences and must have been very frightening for all of the victims. I’m aware of rumours circulating that the victims were all food delivery riders set up in advance of the attacks. This is not the case. All victims were riding mopeds at the time of the attacks, but were from a variety of backgrounds.
“Of late we have seen more attacks using corrosive substances in London. I would urge businesses and parents to challenge those who they think may be trying to obtain or carry these substances as this could help prevent serious offences and life changing injuries being caused.”
The ongoing investigation is looking into five incidents where the victims were all on mopeds.
– At 22:25hrs on Thursday, 13 July police were called by the London Ambulance Service to Hackney Road, junction with Queensbridge Road, E2 to reports of a robbery.
A 32-year-old man [victim1] suffered injuries to his face after two male moped riders threw a corrosive substance in his face and stole the moped he was riding. The two suspects then made off from the scene, one on the stolen moped. The man was taken to an east London hospital. His injuries are not being treated as life threatening or life changing.
– At 22:49hrs police were called to St Paul’s Road, N1 in Islington, near the border with Hackney.
A 44-year-old man [victim2] riding a moped had a corrosive substance thrown in his face by two males also on a moped. The two suspects left the scene empty handed. The victim was taken to hospital. An update on his condition awaits.
– At 23:05hrs police were called to Shoreditch High Street, E8.
A 52-year-old man [victim3] had a corrosive substance thrown in his face by two males on a moped. The victim was also riding a moped but the suspects again got away empty handed. The victim was taken to hospital. An update on his condition awaits.
– At 23:18hrs police were called to Cazenove Road, N16 near junction with Upper Clapton Road.
A 24-year-old man [victim4] was attacked in a similar way and nothing was stolen. The victim was taken to an east London hospital; his injuries are described as life-changing.
– At 23:37hrs a 33-year-old man [victim5] reported to police that he was on his moped in Chatsworth Road, E5 in traffic when two males on another moped pulled up alongside him and sprayed a liquid in his face. They stole his moped and made off.
The victim made his way to his home address before contacting police. He was taken to an east London hospital. An update on his condition awaits.
Any witnesses, anyone with information or in possession of footage of these incidents should contact police via 101 or via Twitter @MetCC.
To give information anonymously call Crimestoppers on 0800 555 111 or visit crimestoppers-uk.org.