ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে ২৪ ঘন্টার ভেতরে দু’জন কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে সাউথ লন্ডনের থর্নটন হীথে দ্বিতীয় কিশোর ছুরিকাহত হন। জর্জিয়া রোড এবং গ্রীন লেইন জংশনে এই ঘটনা ঘটে। এম্বুলেন্স এবং পুলিশ এসে তাকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পরে সে মৃত্যুবরণ করে। পুলিশ নিহতের স্বজন এবং পরিবারকে বিষয়টি অবহিত করেছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশি তদন্ত চলছে। এ বিষয়ে কারো কোন তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
Teenager stabbed to death in south London : সাউথ লন্ডনে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু
এই ঘটনার আগে সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সাউথ লন্ডনের ওল্ড কেন্ট রোডে অপর ছুরিকাঘাতের ঘটনায় ১৯ বছরের এক কিশোর নিহত হয়। এ নিয়ে চলতি বছরের ভেতরে লন্ডনে ছুরিকাঘাতে ১৩ জন কিশোর প্রাণ হারান। ওল্ড কেন্ট রোডের ঘটনায় পুলিশ ২৩ বছরের দু’জন ও ২১ বছরের একজন পুরুষ এবং ২৫ বছরের দু’জন মহিলাকে গ্রেফতার করেছে। দুই ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছে পুলিশ।
Second teenager knifed to death in 24 hours in London :
A teenager has been stabbed to death in the street in south London.
The victim, who was pronounced dead at the scene in Thornton Heath, is the second teenager to be fatally knifed on the capital’s streets in just 24 hours.
Police were called at 11pm on Tuesday to a male stabbed in Georgia Road near the junction with Green Lane.
Paramedics rushed to save him but he was pronounced dead shortly before midnight.
Georgia Road remained cordoned off on Wednesday morning as police officers combed the scene. There have not been any arrests yet.
Police believe they know the identity of the victim but are awaiting formal identification and confirmation that his next-of-kin have been informed.
This latest killing is thought to be at least the 13th fatal stabbing of a teenager in London this year.
In the early hours of Tuesday morning, a 19-year-old was stabbed to death on the Old Kent Road in Southwark.
Police believe he had been involved in an altercation with a large group of people outside the Afrikiko bar.
Five people were arrested on suspicion of murder near the scene of the crime. They were two 23-year-old men, a 21-year-old man and two 25-year-old women.
Anyone with information that may assist the investigation should call police via 101.