ব্রিটবাংলা রিপোর্ট : সাউথ লন্ডনের কেন্ট রোডে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ১৯ বছর বয়সী এই কিশোরকে ব্যস্ততম কেন্ট রোডে ছুরিকাহত অবস্থায় উদ্ধারের প্রায় ১ ঘন্টা পর সে মৃত্যুবরণ করে। এ ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। পুরো ঘটনা তদন্ত অব্যাবহত আছে। এব্যাপার কোন তথ্য জানা থাকলে ১০১ নাম্বারে কল দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
teenager stabbed to death in south London
Four people have been arrested after a teenager was stabbed to death during the night on the Old Kent Road.
Police were called to a “disturbance” on the busy road in south east London at around 2am on Tuesday.
The found a 19-year-old man suffering from stab injuries and he was pronounced dead by paramedics less than an hour later.
Detectives from the Homicide and Major Crime Command have launched an investigation into the death, which happened at the junction with Ilderton Road.
Officers believe they know the identity of the victim but await confirmation that his next-of-kin have been informed.
Anyone with information should call police on 101 or via Twitter @MetCC.
To give information anonymously call Crimestoppers on 0800 555 111 or visit crimestoppers-uk.org.