ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার ৩ স্কুলছাত্রী এবার সেন্ট জুডস হ্যাম্পস্টেড ফেস্টিভ্যাল কবিতা প্রতিযোগিতায় জয়ী হয়েছে। বিজয়ী ৩ জন হলেন টাওয়ার হ্যামলেটসের সেন্ট্রাল ফাউন্ডেশনের গ্যার্লস স্কুলের ছাত্রী চ্যারলট সনাক্স, বেথনালগ্রীনের মরফেথ সেকেন্ডারী স্কুলের ছাত্রী সাবিহা সালেহ, পপলার ল্যাংডন পার্ক সেকেন্ডারী স্কুলের ছাত্রী সারাহ রহমান। বার্ষিক মিউজিক এন্ড লিটারেসি ফ্যাস্টিভ্যালের কবিতা প্রতিযোগিতায় গ্রেটার লন্ডনের ২৫ জন প্রতিযোগিকে পরাজিত করে জয়ী হয় তারা। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ইসলামোফোবিয়া, জেন্ডার ইকোয়ালিটি, এলজিবিটি রাইটস এন্ড রেইস। এই বিষয়গুলোর উপর প্যানেল জাজদের সামনে তাৎক্ষনিকভাবে কবিতা লিখেন প্রতিযোগিরা।
উল্লেখ্য টাওয়ার হ্যামলেটসের টয়েনবি হলে পরিচালিত ‘মেইক ইট’ নামে একটি চ্যারিটি সংস্থা প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
East London teenage girls scoop St Jude’s Hampstead festival ‘Poetry Proms’ awards
Three schoolgirls from east London have won a poetry competition on social issues at Hampstead’s prestigious St Jude’s ‘Prom’ festival.
The trio—Charlotte Sonnex from Central Foundation Girls’ School in Bow, Shabiha Saleh from Bethnal Green’s Morpeth Secondary and Saarah Rahman from Poplar’s Langdon Park Secondary—beat 25 others from all over London at the annual music and literary festival’s ‘poetry Proms’ .
They put pen to paper on topics such as Islamophobia, gender equality, LGBT rights and race which they performed to a panel of top judges.
“The students tackled social issues in an honest and open way,” Susie Steyn from the competition sponsors said afterwards. “They presented their poems to a sizeable audience at the Proms festival.”
The competition was part of the Make It! programme run by Toynbee Hall foundation in Whitechapel with London schools’ resident poet Anthony Anaxagorou. The programme is the main beneficiary of the festival that has raised £800,000 for charity since 1993.