ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের ওয়ালথামস্টো তে পুলিশের উপর এসিড নিক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দু’ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ালথাম স্টোর বিলাত রোডে এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ সেখানে গিয়েছিল একটি জরুরী কলে। একজন কিশোর ওই রোডে দ্রুত গতিতে মোটর বাইক চালাচ্ছিল বলে খবর পাবার পর পুলিশ সেখানে গিয়েছিল। পুলিশের গাড়িটি সংঘবদ্ধ একটি গ্রুপের কাছাকাছি যাবার পর জানালা দিয়ে এসিড নিক্ষেপ করা হয়। তাতে অবশ্য কর্তব্যরত পুলিশ অফিসারের কোন ক্ষতি হয়নি। এই ঘটনার সঙ্গে সংশিষ্ট সন্দেহে দু’ কিশোরকে আটক করা হয়। তাদেরকে ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
Two boys arrested after acid thrown at police officer in Billet Road, Walthamstow
TWO boys have been arrested after a police officer was attacked with acid.
The incident happened in Billet Road, Walthamstow on Monday (July 3) just before 7.30pm.
An officer in a marked car had responded to reports of teenagers behaving antisocially and driving dangerously on mopeds.
The car was approached by the group and acid was thrown through the window. The officer was not injured in the attack which left his uniform stained.
Two teenagers are being questioned at an east London police station.
Forensic tests will be carried out as part of the investigation. Police are continuing their enquiries.#Source#east london & west Essex Guardian#