করোনা লকডাউন ধারাবাহিক শিথিলের অংশ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ইংল্যান্ডের পাব, রেস্টুরেন্ট, জিম, সেলুনসহ নন-এসেনসিয়েল অন্যান্য দোকানপাট পুনরায় খোলা হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। টেন ডাউনিং স্ট্রিটের প্রেসব্রিফিংয়ে এই ঘোষনা দেন প্রধানমন্ত্রী। আপাতত দেশের বাইরে হলিডে বুকিং না দিতে আবারও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
লকডাউন শিথিলের অংশ হিসেবে ১২ এপ্রিল থেকে
* সনা এবং স্টীমরুমসহ স্পা পুনরায় চালু হবে।
* একই পরিবারের সদস্যরা ইংল্যান্ডের ভেতরে নিজস্ব ভাড়া করা আবাসনে ছুটি কাটাতে পারবেন।
* পাবলিক বিল্ডিং যথাক্রমে লাইব্রেরি এবং কমিউনিটি সেন্টারগুলো পুনরায় খোলা হবে।
* চিড়িয়াখানা, থিমপার্ক, ড্রাইভ ইন সিনেমা এবং ড্রাইভ ইন থিয়েটার পুনরায় চালু হবে।
* বিউটি পার্লার এবং নেইল সেলুন।
* সর্বোচ্চ ১৫ জন অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা যাবে।
* কেয়ার হোমের ভেতরে গিয়ে পরিবারের দুজন সদস্য নিয়মিত স্বজনদের সঙ্গে স্বাক্ষাত করতে পারবেন।
এই শিথিলে আত্মতুষ্ঠিতে না ভুগে সবাইকে সতর্কভাবে চলাফেরার আহ্বান জানিয়েছন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মধ্য এপ্রিলে কোভিড সার্টিফিকেট প্রদানের বিষয়টিও বিবেচনা করছে সরকার। মধ্য এপ্রিল থেকে পরীক্ষামুলকভাবে বেশ কয়েকটি বড় ইভেন্ট পুনরায় চালু করা হবে। আর এগুলোতে ব্যবহার করা হবে কোভিড সার্টিফিকেট।