লন্ডনের জনপ্রিয় আবৃত্তি সংগঠন ছান্দসিক অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। রবিবার সন্ধ্যা ৬টায় ‘বাংলা আমার মা’ শীর্ষক অন্তরজালের তাদের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশের গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী। ছান্দসিকের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুনিরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক অপূর্ব শর্মা। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে অংশগ্রহন করেন জনপ্রিয় বাচিক শিল্পী নাজমুল আহসান। আলোচনা, আবৃত্তি এবং গান দিয়ে সাজানো হয় পৌনে দুই ঘন্টার এ আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি আবৃত্তিও করেন মুনিরা পারভীন। এছাড়া আবৃত্তিতে অংশ নেন ছান্দসিক পরিবারের তাহেরা চৌধুরী লিপি, সোমাভা বিশ্বাস এবং সুস্মিতা সাবরিনা এ্যানি। সংগীত পরিবেশন করেন শতরূপা চৌধুরী।
আবৃত্তি সংগঠন ছান্দসিকের উদ্যোগে অমর একুশে পালিত
Advertisement