‘আমরা বেশ খুশি’, বিচ্ছেদ ঘোষণার পরদিনই কিরণের হাত ধরে ভিডিও বার্তা আমিরের

বিচ্ছেদ মানেই সম্পর্ক শেষ হয়ে যায়নি।ভিডিও বার্তায় সেকথা বুঝিয়ে দিলেন আমির খান। কিরণ রাওয়ের হাত ধরে হাসিমুখে ক্যামেরার সামনে বললেন, আমরা বেশ খুশি।শনিবার সকালেই নিজেদের বিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন আমির খান ও কিরণ রাও। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, ১৫ বছরের দাম্পত্যে মধুর কিছু মুহূর্ত কাটিয়েছেন। এবার দু’জনেই নতুন জীবন শুরু করতে চলেছেন। আর তাতে স্বামী-স্ত্রী হিসেবে নয় শুধুমাত্র অভিভাবক হিসেবেই সঙ্গে থাকবেন। একসঙ্গে ছেলে আজাদের যাবতীয় দায়িত্ব পালন করবেন।আমিরের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। তাতে আবার ফতিমা সানা শেখের নাম জড়িয়ে যায়। ফতিমার সঙ্গে সম্পর্কের কারণেই কি কিরণের সঙ্গে আমিরের বিচ্ছেদ? এই প্রশ্ন ওঠে।এই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আমির-কিরণের নতুন এই ভিডিওটি প্রকাশ্যে এলো। ভিডিওতে পাশাপাশি হাসিমুখে বসে রয়েছেন দু’জনে। যেন কিছুই হয়নি তাদের মধ্যে।কিরণকে পাশে নিয়েই আমির জানান, তাদের এই সিদ্ধান্তের কথা শুনে অনেকে হয়তো দুঃখ পেয়েছেন। কিন্তু তারা ভালো আছেন ও আনন্দে আছেন। সম্পর্কের সমীকরণ পালটে গেলেও তিনি ও কিরণ একই পরিবারের সদস্য বলে জানান আমির। এ নিয়ে অনুরাগীদের চিন্তিত হতে বারণ করেন। যেভাবে তারা একসঙ্গে ছেলে আজাদের সমস্ত দায়িত্ব পালন করছেন, তেমনভাবেই যৌথ উদ্যোগে তৈরি পাণি ফাউন্ডেশনেরও দেখভাল করবেন বলে জানান।ভিডিওতে অবশ্য কিরণ রাও কোনো কথা বললেননি। তবে আমিরের প্রত্যেক কথাতে তাকে হাসিমুখে সম্মতি দিতে দেখা যায়।

Advertisement