আর্জেন্টিনাকে উড়িয়ে অলিম্পিকে ব্রাজিল

ব্রিট বাংলা ডেস্ক :: লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে আগেই টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছিলো আর্জেন্টিনা। বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিলও।

একাদশ মিনিটে পাওলিনহোর গোলে লিড নেয় ব্রাজিল। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার ম্যাথিউস কুনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের জোড়া গোল পূরণ করে স্কোরলাইন ৩-০ করেন কুনিয়া।

টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলে অংশ নেবে স্বাগতিক জাপানসহ ১৬ দেশ। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০১৬ রিও অলিম্পিকে মারাকানা স্টেডিয়ামে পুরুষ ফুটবলের শিরোপা জেতে স্বাগতিক ব্রাজিল। অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো সোনা জয় করে তারা।।

Advertisement