আর্মেনিয়াকে বিধ্বস্ত করে ছেড়েছে ইতালি

ব্রিট বাংলা ডেস্ক :: আর্মেনিয়াকে বিধ্বস্ত করে ছেড়েছে ইতালি। ৯টি গোল করে নিজেদের শক্তিমত্তাকে জানান দিচ্ছে দলটি। ইউরো ২০২০ বাছাইপর্বে সোমবার আর্মেনিয়াকে ধসিয়ে জয় পায় ইতালি।

এদিন ম্যাচের শুরুতেই জোড়া গোল করেন চিরো ইম্মোবিলে। প্রথম গোলের পর পরই আর্মেনিয়ার জালে আবারো বল পাঠায় ইতালি। এই গোলটি করেন নিকোলো জানিওলো। তিনিও করেন জোড়া গোল। ইতালির হয়ে আরো গোল করেন নিকোলো বারেল্লা, আলেসিসও রোমাগনোলি, জর্জিনিয়ো, রিকার্দো ওরসোলিনি, ফেদেরিকো কিয়েজা।

তবে শেষের দিকে কোনমতে একটি গোল করে নিজেদের ঝুড়ি খালি করা থেকে রক্ষা পায় আর্মেনিয়া। ৭৯তম মিনিটে এডগার বেবিয়ানা আর্মেনিয়ার হয়ে গোলটি করেন। ফলে ৯-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এবারের বাছাইপর্বে ১০ ম্যাচের সবকটিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’ -এর শীর্ষে আছে ইতালি।

Advertisement