আলফা ইন্স্যুরেন্স কোম্পানী ব্যাঙ্ক ক্রাপ্টে : বিপাকে লন্ডনের কয়েক হাজার ড্রাইভার : Alpha collapse: London cab drivers race to reinsure

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে ক্যাব ড্রাইভারদের ইন্স্যুরেন্স কোম্পানী মাইক্যাব এবং প্রোটাক্টর দুই কোম্পানীকে ব্যাঙ্ক ক্রাপ্ট ঘোষণা করেছে মঙ্গলবার। এই দুটি কোম্পানী মূলত ডেনমার্কের ইন্স্যুারেন্স কোম্পানী আলফার ব্রাঞ্চ হিসেবে লন্ডনে ইন্স্যুরেন্স ব্যবসা করত। আলফা গত ৪ মে লিকুইডেশনে যায়। আর ৮মে কোম্পানিটিকে ব্যাঙ্ক ক্রাপ্ট ঘোষণা করা হয়।
মোবাইল টেক্সটের মাধ্যমে মাইক্যাব এবং প্রোটাক্টর কোম্পানীর ইন্স্যুরেন্সধারী ড্রাইভারদের কোম্পানীর পক্ষ থেকে মঙ্গলবার আলফার ব্যাঙ্ক ক্রাপ্টের খবর জানানো হয়। খবর পেয়ে বুধবার সকালে হাজার হাজার ড্রাইভার লন্ডনে প্রটাক্টর ইন্স্যুরেন্স কোম্পানীর অফিসের সামনে হাজির হন। এতে ল-নের প্রায় ৭শ ট্যাক্সি ড্রাইভার এবং প্রায় ১০ হাজারের বেশি মিনিক্যাব ড্রাইভার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইন্স্যুরেন্স মূলত কার সঙ্গে ছিল সেটি ভালোভাবে পরীক্ষা-নীরিক্ষার জন্যে সম্ভাব্য ক্ষতিগ্রন্ত ড্রাইভারদের পরামর্শ দিয়েছে ট্যক্সি ড্রাইভার এসোসিয়েশন।

Alpha collapse: London cab drivers race to reinsure

Thousands of London taxi and minicab drivers received a text message telling them their insurance had been cancelled.

Danish firm Alpha, which insured drivers through brands such as Cover My Cab and Protector, declared bankruptcy on Tuesday.

Up to 700 taxi drivers and 10,000 minicab drivers are affected, the Licensed Taxi Drivers Association said.

Queues were seen outside London’s Protector offices on Wednesday.

Marci Moroney, a black cab driver who was in the queue, said he received a text saying he was no longer insured while he was working last night.

“I think this is one of the worst situations they have put us in… I had to stop work last night and now I’ve lost two days money,” he said.

Another cab driver, Abdel Hamid, said he had been told he would not receive a refund, having paid more than £3,000 for a policy with the company over six months ago.

He said he had to wait in the queue to buy another policy “otherwise I can’t work. My cab is parked outside my house.”

General Secretary of the association Steve McNamara said: “We have notified all of our members about this change to ensure that no-one is unintentionally driving without insurance.

Advertisement