আসাদউদ্দিন ওয়াইসিকে কটাক্ষ করে তসলিমার টুইট

ইতিমধ্যে বাবরি মসজিদ রায়ে অসন্তোষ প্রকাশ করায় ওয়াইসির বিরুদ্ধে বিজেপি নেতা বাবুল সুপ্রিয়া তাকে মালয়েশিয়ায় অবস্থান নেয় ইসলামি বক্তা ড. জাকির নায়েকের সঙ্গে তুলনা করেছেন।

এবার সেই একই পথে হাঁটলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

জাকির নায়েকের চেয়েও আসাদউদ্দিন ওয়াইসি বিপজ্জনক বলে মনে করেন তিনি।

গত ১৯ নভেম্বর নিজের টুইটার হ্যান্ডেলে তসলিমা লেখেন, জাকির নায়েক মৌলবাদের জন্য ধর্মকে ব্যবহার করেন। আর আসাদউদ্দিন ওয়াইসি ধর্মকে ব্যবহার করেন রাজনীতির জন্য। আমরা মৌলবাদীদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই কিন্তু ধর্মীয় রাজনীতিবিদদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই না। কারণ তারা ধর্মশাসন প্রতিষ্ঠা করতে গণতন্ত্রকে ব্যবহার করেন।

I think Asaduddin Owaisi is more dangerous than Zakir Naik. Naik uses religion for his fundamentalism. Owaisi uses religion for his politics. We recognise fundamentalists as enemy,we don’t recognise religious politicians as enemy cause they use democracy to establish theocracy.

— taslima nasreen (@taslimanasreen) November 19, 2019

কয়েকদিন আগে আসাদউদ্দিন ওয়াইসি টুইট করেছিলেন, আমি আমার মসজিদ ফেরত চাই। এই টুইট পরে হ্যাসট্যাগে পরিণত হয়। অনেকেই ওয়াইসির সেই টুইটে সহমত জানিয়ে টুইটারে বাবরি মসজিদ রায়ের বিরোধিতা করেন।

ওয়াইসির সেই টুইটের পরই তসলিমা নাসরিন থেকে এমন টুইট এলো।

Advertisement